WATCH | Ravindra Jadeja: অজিযুদ্ধের প্রস্তুতি শুরু জাদেজার, ব্যান্ডেজ বেঁধে নেমে পড়লেন অনুশীলনে!

WATCH | Ravindra Jadeja: অজিযুদ্ধের প্রস্তুতি শুরু জাদেজার, ব্যান্ডেজ বেঁধে নেমে পড়লেন অনুশীলনে!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এই মুহর্তে ভারতে সফররত নিউজিল্যান্ড। এরপর আসবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের (Pat Cummins) বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিয়েই দল করা হয়েছে। জাদেজার আর মাঠে নামার জন্য় তর সইছে না। দিন চারেক আগে সোশ্যাল মিডিয়ায়, টেস্ট টিমের জার্সি পোস্ট করে ‘রকস্টার’ লিখেছিলেন ‘তোমাকে মিস করেছি, তবে দ্রুত দেখা হচ্ছে’। এবার নেটে নেমে বোলিং অনুশীলন শুরু করে দিলেন ‘স্যার’ জাদেজা। ছোট্ট রান আপেই হাত ঘোরাচ্ছেন জাড্ডু। অনুশীলনের যে ভিডিয়ো জাদেজা পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর হাঁটুতে সাদা ব্যান্ডেজ বাঁধা।

জাদেজা কিন্তু গত অগাস্ট থেকে ক্রিকেটের বাইরে। কোনও রকমের ক্রিকেটই খেলেননি দেশের তারকা অলরাউন্ডার। এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন জাদেজা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পর আর মাঠমুখো হননি তিনি। ডান হাঁটুতে চোট পাওয়ায় করতে হয়েছে অস্ত্রোপচার। এরপর থেকে জাদেজার রিহ্যাব হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। ৩৩ বছরের ক্রিকেটার গত অগাস্টে ভারতের হয়ে এশিয়া কাপের প্রথম দু’টি ম্যাচে খেলেছিলেন। হংকং-য়ের বিরুদ্ধে খেলার সময় তাঁর চোট লাগে। এর পরেই প্রতিযোগিতা থেকে ছিটকে যান তিনি। জাদেজার বদলে অক্ষর প্যাটেলকে দলে নেওয়া হয়েছিল। চোটের আকার এতটাই বড় ছিল যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি। জাদেজা কিন্তু সরাসরি দলে এন্ট্রি পাচ্ছেন না। তাঁকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে চলতি রঞ্জি ট্রফি খেলেই। এমনটাই নিদান বিসিসিআই-এর।আগামী ২৪ জানুয়ারি থেকে সৌরাষ্ট্র-তামিলনাড়ু ম্যাচ শুরু হচ্ছে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এই ম্যাচেই ‘স্যার’কে খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে।

অন্যদিকে সাদা বলের ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে ঈশান কিশান ও সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছেন টেস্টে। তাঁদের নিয়েই হয়েছে টেস্ট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব। 

(Feed Source: zeenews.com)