‘আজকের দিনটা বাড়িতেই কাজ করুন’,ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে খোলা চিঠি গুগল সিইও-র

‘আজকের দিনটা বাড়িতেই কাজ করুন’,ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানিয়ে খোলা চিঠি গুগল সিইও-র

আমেরিকা: ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে তালিকা। ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটের পরে এবার গুগল। এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানাল গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট।

আমেরিকা তো বটেই, বিশ্বজুড়ে একাধিক দেশে ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল। লম্বা খোলা চিঠিতে জানালেন গুগল অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই। প্রসঙ্গত, কদিন আগেই ১০ হাজার কর্মী সংকোচনের কথা জানিয়েছিল মাইক্রোসফট।

নিজের খোলা চিঠিতে পিচাই জানিয়েছেন, গুগল নিজের প্রোডাক্ট, কর্মী ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করেছে। তারপরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই সংস্থা। আমেরিকায় কর্মরত যে সমস্ত কর্মী এই পর্যায়ে কাজ হারিয়েছেন, তাঁদের ব্যক্তিগত ভাবে ই-মেল পাঠানো হয়েছে। অন্যান্য দেশেও এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পিচাই। গোটা ঘটনার দায় শিকার করে পিচাই জানিয়েছেন, যে সমস্ত গুগল কর্মীদের বিদায় জানাতে হচ্ছে, এই সংস্থার বৃদ্ধিতে তাঁদের অবদান সবসময় মনে রাখা হবে।

চিঠিতে জানানো হয়েছে, প্রত্যেক ছাঁটাই হওয়া কর্মীদের কমপক্ষে ৬০ দিনের বেতন দেওয়া হবে। পরবর্তী ৬ মাস তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত খরচও বহন করবে গুগল। পাশাপাশি, তাঁদের পরের চাকরি খুঁজতেও সাহায্য করবেন গুগল কর্তৃপক্ষ।

সব শেষে গুগল সিইও জানিয়েছে, সকাল সকাল যাঁরা দিনের কাজ শুরু করতে গিয়ে এমন খবরের মুখোমুখি হলেন, তাঁরা আজকের দিনটা ওয়ার্ক ফ্রম হোম-ই করে নিতে পারেন। কেউ তাঁদের কিছুই বলবে না।

গুগলের তরফে দাবি করা হয়েছে, বাজারে নিজেদের শীর্ষ স্থান ধরে রাখতে গত কয়েক বছরে নানা বিভাগে বিপুল সংখ্যক নিয়োগ করেছিল তারা। কিন্তু, বর্তমানে মাইক্রোসফট কর্প-এর জেনেরেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (generative artificial intelligence)-এর জন্য বাজারে চরম প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে গুগলকে। সেই কারণেই এই কড়া সিদ্ধান্ত।

(Feed Source: news18.com)