জলের পাইপ লাইন মেরামত এবং বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ করবে কলকাতা পুরসভা। সেই কারণে আগামীকাল শনিবার কলকাতার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ থাকবে। এদিন গার্ডেনরিচ পরিশোধন প্রকল্পের জল সরবরাহ বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে। কলকাতার বহু মানুষ পুরসভার জলের উপরে নির্ভরশীল। ফলে গোটা দিন জল বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন মানুষ। সেই কারণে আগেভাগেই পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
আগামিকাল সকাল ১০টার পর থেকে গার্ডেনরিচ প্রকল্পে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত জল পাবেন না। পুরসভার তরফে জানানো হয়েছে, বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষাবেক্ষণ এবং পাইপ লাইনের মেরামতির কাজের জন্য জল বন্ধ রাখা হবে। এর ফলে দক্ষিণ কলকাতার একটি বড় অংশে আগামিকাল পুরসভার জল পৌঁঁছবে না। রবিবার সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ করা হবে। পুরসভার জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য প্রচুর সংখ্যক কর্মী মোতায়েন করা হবে।
বেহালা এবং টালিগঞ্জ-যাদবপুরে বেশ কয়েকটি বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে এই কাজ করা হবে। এর ফলে বেহালা, টালিগঞ্জ, যাদবপুর এবং গড়িয়াতে পরিশোধিত পানীয় জল সরবরাহ করা হবে না। জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বাড়ার পাশাপাশি উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন রয়েছে। প্রায়ই মেরামতের কাজ করা হয়ে থাকে। এই কারণে একটা দিন জল বন্ধ রেখে সমস্ত কাজ সম্পন্ন করা হবে।’
(Feed Source: hindustantimes.com)