#উত্তরবঙ্গ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অন্যান্য অনগ্রসর শ্রেণীর(OBC) ছাত্রছাত্রীদের জন্য ‘মেধাশ্রী’ নামক একটি নতুন শিক্ষামূলক প্রকল্প ঘোষনা করেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে এদিন তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অনগ্রসর জাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বন্ধ করার পদক্ষেপের সমালোচনা করেন। সেই সমস্ত ছাত্রছাত্রীদের সাহায্যর্থে সরকারের নতুন এই বৃত্তি বলেই তিনি জানান।
কারা পাবেন এই মেধাশ্রী বৃত্তিতে (Medhashree Scholarship)?
বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় এক প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মেধাশ্রী বৃত্তির’ কথা ঘাষণা করেন বাংলায় সমস্ত অনগ্রসর শ্রেণীর(OBC) ছাত্রছাত্রীদের জন্য।
এই মেধাশ্রী বৃত্তিতে (Medhashree Scholarship) কত টাকা পাবে ছাত্রছাত্রীরা ?
কোভিড-১৯-এর পর আর্থিক প্রতিকূলতার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা ছেড়ে দিতে হয়ছে। সেই সমস্ত অনগ্রসর শ্রেণীর(OBC) ছাত্রছাত্রীদের সাহয্য করবে এই মেধাশ্রী প্রকল্প। তাঁরা ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবেন।
বর্তমান সরকারের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পই দেশ এবং বিদেশের দরবারে বহুল প্রশংসিত। আর সেই প্রকল্পের তালিকায় নব সংযোজন ‘মেধাশ্রী’ বৃত্তির। পশ্চিমবঙ্গ সরকারের বাকি শিক্ষা সহায়ক প্রকল্পগুলো দেখে নেওয়া যাক-
কন্যাশ্রী: রাজ্যের মেয়েদের উচ্চ শিক্ষায় সহয়তার জন্য বৃত্তি।
ঐক্যশ্রী: বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি।
শিক্ষাশ্রী: প্রায় ১১ লক্ষ রাজ্যের তফশিলি জাতি-উপজাতি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প।
মেধাশ্রী: বিশেষ বৃত্তি সমস্ত ওবিসি ছাত্রছাত্রীদের জন্য।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: বাংলার যে সকল অভাবি-মেধাবি পড়ুয়াদের বাৎসরিক পারিবারিক আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং যাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-স্নাতকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ বা তার বেশি, তাঁরা এই বৃত্তির আওতায় ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।