করোনা-কালের ধাক্কা কাটিয়ে রাজস্ব বাড়ল ভারতীয় রেলের

করোনা-কালের ধাক্কা কাটিয়ে রাজস্ব বাড়ল ভারতীয় রেলের

আবীর ঘোষাল, কলকাতা: আরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস। আরও বেশি করে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী ৷ আগামী কয়েক দিনে এটাই টার্গেট ভারতীয় রেলের ৷ করোনা কালে রেলের আর্থিক ভাঁড়ারের অবস্থা খুব খারাপ। ক্রমাগত পণ্য পরিবহণ সংক্রান্ত ট্রেন চালিয়ে সেই অবস্থা বদলানোর চেষ্টা শুরু করে ভারতীয় রেল। ভবিষ্যতে পণ্যবাহী ট্রেন ও যাত্রী পরিবহণের জন্য আরও বেশি সংখ্যক বন্দে ভারতের মতো এক্সপ্রেস ট্রেন চালানোই যে লক্ষ্য তা স্পষ্ট রেল আধিকারিকদের কথায় ৷ বিশেষ করে করোনা কালের ধাক্কা কাটিয়ে যে ভাবে রাজস্ব বৃদ্ধি পেল তাতে খুশি রেল মন্ত্রক।

চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। মূলত যাত্রী ও পণ্য পরিবহণে বৃদ্ধির জেরেই চলতি আর্থিক বছরে ২৮ শতাংশ বৃদ্ধি পেল রেলের রাজস্ব থেকে আয়। রেলমন্ত্রী ট্যুইটে জানিয়েছেন, চলতি আর্থিক বছরে রেলের আয় হয়েছে ১,৯১,১২৮ কোটি টাকা। তার মধ্যে যাত্রী ও পণ্য পরিবহণ থেকে আয় হয়েছে ৪২,৩৭০ কোটি টাকা। যা গত আর্থিক বছরের এই সময়ের তুলনায় অনেকটাই বেশি। রেলের আশা, চলতি আর্থিক বর্ষের শেষে রেলের রাজস্ব থেকে আয় বেড়ে দাঁড়াবে ২.৩৫ লক্ষ কোটি টাকা। গত বছরের এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত রেল ১,১৮৫ মিলিয়ন টন পণ্য পরিবহণ করেছে। পণ্য পরিবহণের চাহিদা এতই যে, রেলকে প্রতি মাসে ২,২০০টি করে ওয়াগন ট্রেনের সঙ্গে জুড়তে হচ্ছে। ৬৩ কোটি ৪৮ লক্ষ যাত্রী রেল পরিষেবা গ্রহণ করেছেন। যা প্রায় ৭ শতাংশ বৃদ্ধি।

করোনার ধাক্কা কাটিয়ে যে ভাবে রেল আবার লাইনে ফিরেছে তাতে উৎসাহিত কর্তারা। তাঁরা পাখির চোখ করেছেন বন্দে ভারত এক্সপ্রেসকে। রেল মন্ত্রক সূত্রে খবর, আরও বেশি বেশি করে বন্দে ভারত চালানোর পরিকল্পনা তৈরি হয়েছে। শুধু বসে যাত্রার পাশাপাশি শোয়ার ব্যবস্থা সম্পন্ন বন্দে ভারত ট্রেনও লাইন কাঁপিয়ে ছোটার অপেক্ষায়। আগামী দিনে আরও ৪০০টি বন্দে ভারত ট্রেন চালাতে চায় রেল। তবে পণ্যবাহী ট্রেন চালাতে গিয়ে, যাত্রীবাহী ট্রেনের সময়ানুবর্তিতায় অনেক সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের ৷ এই বিষয়ে আরও মনোযোগী হবে রেল এমনটাই দাবি আধিকারিকদের ৷

(Feed Source: news18.com)