বাংলাদেশঃ পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান

বাংলাদেশঃ পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান

মোঃ মনির হোসেন (স্টাফ রিপোর্টার): ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে প্রায় পাঁচ শত বছরের পুরনো এক গম্বুজ মসজিদের সন্ধান পাওয়া গেছে। ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে,ব্যাপারী পাড়ায় সুন্দর পরিবেশে অবস্থিত পুরনো এই এক গম্বুজ মসজিদ।

মসজিদটি আয়তনে অত্যন্ত ছোট তবে দেখতে খুব সুন্দর। পুরোনো গম্বুজ মসজিদে পাঁচ ওয়াক্ত আযান ও জামাতের সহিত নামাজ আদায় হয়।

মসজিদ বিষয়ে কথা হয় মসজিদ কমিটির সভাপতি ফরিদাকান্দা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফারুক ভূঁইয়ার সাথে। মসজিদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রামের মুরুব্বীদের কাছে শুনেছি কবির ভূঁইয়া নামে এক ব্যক্তি আনুমানিক ৪/৫ শত বছর আগে মসজিদটা নির্মাণ করেছিলেন।

যদিও মসজিদে নির্মাণ সন বা নির্মাতার নাম লেখা নেই। মসজিদ ঘেঁষেই রয়েছে একটি পুরনো কবর যা ইট দিয়ে পাকাকরন অবস্থায় আছে দেখলেই বুঝা যাবে কবরটা অনেক পুরনো। কবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটিই নাকি নির্মাতা কবির উদ্দিন ভূঁইয়ার কবর।

পুরোনো গম্বুজ মসজিদ বিষয়ে নান্দাইলের বিশিষ্ট সাংবাদিক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বলেন, মসজিদটি ছোট হলেও এটি নান্দাইলের ঐতিহ্য। তবে খুব দ্রুত মসজিদের মেরামত করা দরকার, এ জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

(Feed Source: sunnews24x7.com)