কিছু সংক্ষিপ্ত সংবাদঃ পশ্চিম বঙ্গ

কিছু সংক্ষিপ্ত সংবাদঃ পশ্চিম বঙ্গ

ভাঙড়ে তৃণমূল (TMC)-আইএসএফ (ISF) সংঘর্ষ-বোমাবাজি। আঁচ পড়ল কলকাতায়। ধর্মতলায় আইএসএফের অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ।

আইএসএফের অবরোধে ধর্মতলায় ধুন্ধুমার। নৌশাদকে টেনে-হিঁচড়ে তোলা হল প্রিজন ভ্যানে। পাল্টা ইটবৃষ্টি, পুলিশকে তাড়া আইএসএফের। ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস।

ধর্মতলায় খণ্ডযুদ্ধ। আহত একাধিক আইএসএফ কর্মী। হেয়ার স্ট্রিট থানার ওসি-সহ ১৯ পুলিশকর্মী জখম। ভাঙচুর কিয়স্কেও। এবিপি আনন্দর চিত্রসাংবাদিকও আক্রান্ত।

ভাঙড়ের (Bhangar) আঁচ ধর্মতলায়। গ্রেফতার নৌশাদ সিদ্দিকি-সহ ১৭ জনের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের (Kolkata Police)। ধৃতদের কাল ব্যাঙ্কশাল কোর্টে পেশ।

ফের অশান্ত ভাঙড়। পতাকা লাগানো নিয়ে বিবাদ। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ-বোমাবাজি। পুড়ল তৃণমূলের অফিস। নৌশাদের গাড়ি ভাঙচুর।

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা। ১৯ নয়, ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল ঘোষ। সব হিসেব লেখা ফ্ল্যাটে পাওয়া ডায়েরিতে, আদালতে দাবি ইডির।

৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতার ইডি হেফাজত। (কুন্তল- আমার বিরুদ্ধে চক্রান্ত তাপসের। তাপস- নিজেকে বাঁচাতে ভিত্তিহীন অভিযোগ কুন্তলের।

তেলাপিয়া ধরা পড়ছে রুই-কাতলা কই, প্রশ্ন বিজেপির (BJO)। একটা প্রজন্মকে ধ্বংস করেছে তৃণমূল, আক্রমণে বামেরা। দ্রুত তদন্ত শেষ হোক, দাবি তৃণমূলের।

নিয়োগ-দুর্নীতি মামলায় উপেন বর্ণিত রঞ্জনকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। চাওয়া হয়েছে ব্যাঙ্কের নথি। মুখ খুললেন এবিপি আনন্দে।

মুর্শিদাবাদে (Murshidabad) অন্যের নিয়োগপত্র জাল করে চাকরির অভিযোগ। হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি। ডিআই-সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ। শিলিগুড়িতে চাকরি-প্রতারণার অভিযোগে ধৃত শিক্ষক।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের মিছিলেও প্রকাশ্যে দলীয় কোন্দল। ব্লক সভাপতিকে আক্রমণ অঞ্চল সভাপতির। কোন্দল নিয়ে কটাক্ষ বিজেপির।

হাইকোর্টের (High Court) নির্দেশে ঝালদায় পুরপ্রধানের দায়িত্ব নিলেন কংগ্রেসের পূর্ণিমা কান্দু। ৫ তৃণমূল কাউন্সিলরের একজনও হাজির হলেন না পুরসভায়।

ভাটপাড়ায় বোমার ভাণ্ডারের হদিশ। পরিত্যক্ত কুয়োয় মিলল ২০০ কৌটো বোমা। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।

(Feed Source: abplive.com)