কলকাতা: ব্য়াঙ্কে যাঁদের লকার ভাড়া নেওয়া রয়েছে, তাঁদের জন্য় সুখবর। লকার ভাড়া নেওয়া গ্রাহকদের সঙ্গে সংশোধিত চুক্তি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল রিজার্ভ ব্য়াঙ্ক।
আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্য়ে ব্য়াঙ্কগুলিকে গ্রাহকদের সঙ্গে লকার ভাড়া দেওয়া সংক্রান্ত চুক্তি পুনর্বীকরণের প্রক্রিয়া শেষ করতে হবে। যার অর্থ, যে গ্রাহকরা এখনও লকার ভাড়া নেওয়ার সংশোধিত চুক্তি জমা করেননি, তাঁরা আরও এক বছর সময় পেয়ে গেলেন।
এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক জানিয়েছিল, ১ জানুয়ারি ২০২৩ সালের মধ্য়ে লকার পুনর্নবীকরণ চুক্তি শেষ করতে হবে ব্য়াঙ্কগুলিকে। গত অগাস্ট মাসে এই নির্দেশিকা জারি করেছিল আরবিআই।
নতুন নির্দেশিকায় রিজার্ভ ব্য়াঙ্ক জানিয়েছে, ‘আরবিআই-এর নজরে এসেছে, এখনও প্রচুর সংখ্য়ক গ্রাহক সংশোধিত চুক্তিপত্র জমা দিতে পারেননি। বহু ক্ষেত্রেই ১ জানুয়ারির মধ্য়ে চুক্তি সম্পাদনের কথা ব্য়াঙ্কগুলি গ্রাহকদের জানাতেও পারেনি।’
নতুন নির্দেশিকায় ব্য়াঙ্কগুলিকে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্য়ে সব গ্রাহককে লকার ভাড়া নিয়ে সংশোধিত চুক্তি জমা দেওয়ার কথা জানিয়ে দিতে হবে ব্য়াঙ্কগুলিকে। এর পর আগামী ৩০ জুনের মধ্য়ে ৫০ শতাংশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্য়ে ৭৫ শতাংশ গ্রাহকের সঙ্গে চুক্তি সেরে ফেলতে হবে।
এই নির্দেশিকা অনুযায়ী ব্য়াঙ্কগুলিকেই গ্রাহকদের চুক্তিপত্র সংক্রান্ত স্ট্য়াম্প পেপার দিয়ে সাহায্য় করতে হবে। পাশাপাশি, চুক্তিপত্রের একটি প্রতিলিপি গ্রাহকদেরকেও দিতে হবে।
এমন কি,১ জানুয়ারির মধ্য়ে সংশোধিত চুক্তিপত্র জমা না দেওয়ার জন্য় যদি কোনও গ্রাহকের লকার ফ্রিজ করে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে ফের লকার ব্য়বহারের ছাড়পত্র দিতে হবে গ্রাহককে।