অবৈধ পোস্ত চাষের জমিতে পুলিশের অভিযান, দেখলে চোখ কপালে উঠবে

অবৈধ পোস্ত চাষের জমিতে পুলিশের অভিযান, দেখলে চোখ কপালে উঠবে

চন্দ্রকোনা: পোস্ত চাষ আইনত নিষিদ্ধ বেশ কয়েকটি রাজ্যে, পোস্ত চাষে জেল ও জরিমানা দুই হতে পারে, কঠোর শাস্তি উপেক্ষা করে অবৈধভাবে রমরমিয়ে চলছে বিঘার পর বিঘা জমিতে পোস্তু চাষ।একাধিকবার পুলিশ প্রশাসনের প্রচার সত্ত্বেও বন্ধ হয়নি পোস্তু চাষ, অবশেষে পোস্তু চাষের বিরুদ্ধে অভিযানে নামল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।

ভেঙে নষ্ট করা হল কয়েক বিঘে পোস্তু গাছ। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়, রমরমিয়ে পোস্তু চাষ হয়েছিল, খবর পেয়ে মঙ্গলবার বিকেলে, বেআইনি পস্তু চাষের বিরুদ্ধে অভিযানে নামল চন্দ্রকোনা টাউন থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ, ভেঙে নষ্ট করা হলো কয়েক বিঘে পোস্তু গাছ। আবগারি দফতরকে সঙ্গে নিয়ে আগামী দিনেও চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালানো হবে বলে প্রশাসন সূত্রে খবর।

(Feed Source: news18.com)