জলের বোতল, খাবারের পাত্র থেকে প্লাস্টিকের ব্যাগ! বন্দে ভারত জুড়ে ময়লার পাহাড়

জলের বোতল, খাবারের পাত্র থেকে প্লাস্টিকের ব্যাগ! বন্দে ভারত জুড়ে ময়লার পাহাড়

বন্দে ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা-এই ছবি এখন ভাইরাল। নেটমাধ্যমে নেটিজেনদের চর্চার কেন্দ্রে ছবিটি। আইএএস অফিসার অবনীশ শরণের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে অত্যাধুনিক এই ট্রেনের মেঝেতে পড়ে রয়েছে ফাঁকা জলের বোতল, খাওয়ার পাত্র এবং প্লাস্টিকের ব্যাগ। পড়ে থাকা সব ময়লা ঝাঁট দিচ্ছেন এক কর্মী। আইএএস অফিসার অবনীশ শরণ ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন “আমরা মানুষ”।

ছবিটি ঘিরে এসেছে একাধিক মন্তব্য। এক ট্যুইটারেত্তি লিখেছেন, ‘আমাদের দেশের নাগরিক তাঁর নিজের কর্তব্য জানেনা না। কিন্তু কোনটা উচিত, কোনটা অনুচিত বেশ জানে। পরিবর্তে পরিচ্ছন্নতার প্রতি নিজেদের দায়িত্ব সকলে মনে রাখলেই ভাল।’ ট্রেনের ভিতরে এভাবে ময়লা ছড়িয়ে ফেলার আচরণেরও নিন্দা করেন নেটিজেনরা। আর এক ট্যুইটার ব্যবহারকারীর মন্তব্য, ‘আমরা সব সময় সুবন্দোবস্ত ও পরিকাঠামো দাবি করি। কিন্তু জানিই না কী করে পরিষেবাকে পরিচ্ছন্ন রাখতে হয় বা কীভাবে এর যত্ন করতে হয়।’ অনেকেই একে লজ্জাজনক বলে বর্ণনা করেছেন।

“We The People.”
Pic: Vande Bharat Express pic.twitter.com/r1K6Yv0XIa
— Awanish Sharan (@AwanishSharan) January 28, 2023

(Feed Source: news18.com)