বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার

বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : বিজেপির (BJP) মথুরাপুর (Mathurapur) সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার। যেখানে জেলা সভাপতিকে জুতোপেটা অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। যার পরে বকখালির আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন চেয়ার ছোড়াছুড়ি। অভিযোগকারী বিজেপি (BJP) মহিলা কর্মী সভায় উপস্থিত হওয়ায় কটূক্তির অভিযোগ। যে বক্তব্যের পর মহিলা বেরিয়ে যেতে গেলে শ্লীলতাহানির অভিযোগ। আর সেই ঘটনার পরেই জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে জুতোপেটা অভিযোগকারী মহিলার।

‘ঘটনার পর থেকেই হুমকি দিচ্ছেন বিজেপির জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য’, এমনটাই দাবি অভিযোগকারী মহিলা বিজেপি কর্মীর। যদিও গুরুত্বে নারাজ বিজেপির জেলা সভাপতি। পাশাপাশি ‘ছোট বিষয়’, দাবি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের।

প্রকাশ্যে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব

গেরুয়া শিবিরের মধ্যে দ্বন্দ্ব এর আগেও একাধিকবার সামনে এসেছে। বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়িও দেখা গিয়েছে আগে। কিন্তু এভাবে জেলা সভাপতিকে প্রকাশ্যে সাংগঠনিক সভার মাঝে এক মহিলা কর্মীর জুতোপেটা করার ঘটনা কার্যত বিস্ময় তৈরি করেছে রাজনৈতিক মহলে। ভাইরাল হয়ে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি প্রদ্যেৎ বৈদ্যকে এক মহিলা কর্মীর জুতাপেটা করার ভিডিও। কিন্তু ঠিক থেকে গোটা ঘটনার সূত্রপাত ?

ঠিক কী অভিযোগ

বিজেপির মথুরাপুরের সাংগঠনিক জেলা সভাপতিকে যে মহিলা কর্মী জুতোপেটা করেছেন, তাঁর অভিযোগ সভায় হাজির হওয়ার পর প্রদ্যেৎ বৈদ্য তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন। পাশাপাশি বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে বলেন বলেও অভিযোগ মহিলার। কিন্তু তিনি বৈঠক ছেড়ে যখন বেরিয়ে যেতে যাচ্ছেন, তখন তাঁর হাত ধরে টানা হয় বলেই অভিযোগ ওই মহিলা বিজেপি কর্মীর। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, আগেও একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। ভরা বৈঠকের মাঝে মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি তাঁর হাত টানায় মাথা ঠিক রাখতে না পেরে পা থেকে জুতো খুলে তাঁকে জুতোপেটা করতে শুরু করেন বলেই অভিযোগ ওই মহিলার।

জুতোপেটার ঘটনার রেশ থেকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। কিছুটা সময় এভাবে চলার পর সভায় উপস্থিত বিজেপি কর্মীরা দু’পক্ষকেই নিরস্ত্র করতে সক্ষম হন। যদিও ঘটনার রেশ কেটে গেলেও অভিযুক্ত বিজেপি নেতা তাঁকে ফোন করে হুমকি দিচ্ছেন বলেই অভিযোগ করেছেন ওই মহিলা বিজেপি কর্মী। যা নিয়ে তিনি রীতিমতো আতঙ্কে রয়েছেন বলেও দাবি করেছেন। অভিযুক্ত বিজেপি নেতা প্রদ্যেৎ বৈদ্যর সঙ্গে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

(Feed Source: abplive.com)