ভয় কাটিয়ে কীভাবে মাধ্যমিকে ইংরাজিতে পাবেন বেশি নম্বর, রইল সহজ উপায়

ভয় কাটিয়ে কীভাবে মাধ্যমিকে ইংরাজিতে পাবেন বেশি নম্বর, রইল সহজ উপায়

বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই কৃতিদের তালিকায় শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ইংরেজি বিভাগের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়। তাঁর মুখ থেকেই জেনে নিন কিভাবে ইংরেজি বিষয়ের প্রতি জমে থাকা ভয় দূর করবেন। তার সাথে মার্কস ডিস্ট্রিবিউশন।

ইংরেজি পরীক্ষার নাম শুনলেই অনেক পড়ুয়ার মনের ভিতর সঞ্চার হয় ভয়ের। আসন্ন মাধ্যমিক ২০২৩ তার ব্যাতিক্রম নয়। কিভাবে দূর করবেন ইংরেজি বিষয়ের প্রতি ভয় এবং খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর পাবেন সরাসরি শুনে নিন বাঁকুড়া জিলা স্কুলের শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়ের মুখে। তিনি জানান ইংরেজিকে ভয় পাওয়ার কিছুই নেই কারণ আসন্ন মাধ্যমিক জীবনের একটি বড় পরীক্ষা হলেও জীবন যুদ্ধ আরও বড় পরীক্ষা। তাই ভয় না পেয়ে উন্নত চিত্তে ইংরেজি পরীক্ষার মুখোমুখি হলেই অনেকটা সহজ হয়ে যাবে ভালো নম্বর পাওয়ার রাস্তা।

দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তক “ব্লিস”, এই বইটি যদি ছাত্রছাত্রীরা খুব ভালো করে খুঁটিয়ে পড়েন এবং তার মধ্যে থাকা প্রত্যেকটি অনুশীলন ভালো করে প্র্যাকটিস করে তাহলে একেবারেই জলভাত হয়ে যাবে ইংরেজি পরীক্ষা। তাই পাঠ্যপুস্তকটিকে অবহেলা একেবারেই করা চলবে না। এরপর ছাত্র-ছাত্রীদের কোন বিভাগে কত নম্বর আছে? তার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ইংরেজি পরীক্ষা মূলত চারটি ভাগে বিভক্ত। খুবই সাধারণ এবং চলতি ভাষায় ইংরেজি পরীক্ষা দিতে হবে। খুব কঠিন শব্দ ব্যবহার করলেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই সহজ-সরল ভাষায় ছোট করে উত্তর লিখতে হবে। ছাত্র-ছাত্রীরা যেটা খাতায় লিখছেন এবং মাথায় যেটা ভাবছেন তার মধ্যে যেন কোন পার্থক্য না থাকে।

বিশেষ দ্রষ্টব্য:

১) পাঠ্য পুস্তকটি খুঁটিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাক্টিস করতে হবে।

২) নম্বর বিভাজনের স্বচ্ছ ধারণা থাকতে হবে।

৩) সহজ সরল ভাষায় উত্তর লিখতে হবে। কঠিন শব্দ ব্যাবহার করলে ভুলের পরিমাণ বাড়তে পারে।

8) খাতায় যেটা লিখিত হচ্ছে এবং মাথায় যেটা চলছে তার মধ্যে যেন পার্থক্য না থাকে।

(Feed Source: news18.com)