সন্তানের জন্ম দিয়েই চাকরি হারালেন মা, এভাবে ছাঁটাই মানতে পারছেন না গুগল কর্মী

সন্তানের জন্ম দিয়েই চাকরি হারালেন মা, এভাবে ছাঁটাই মানতে পারছেন না গুগল কর্মী

নিউ ইয়র্ক: একই সময়ে ভাল ও খারাপ, দুটি খবরই তিনি পেলেন একসঙ্গে।

গুগল-এর গণছাঁটাইয়ে সম্প্রতি বহু কর্মী চাকরি হারিয়েছেন। সংস্থার সিইও সুন্দর পিচাই ড্যামেজ কন্ট্রোলে নেমে বলেছেন, ছাঁটাই না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

হঠাত্ চাকরি হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকেই। জানিয়েছেন, কীভাবে গুগল-এর মতো এত বড় একটি সংস্থা রাতারাতি চাকরি থেকে বরখাস্ত করেছে কর্মীদের। গুগল-এ ২০ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন, এমন কর্মীদেরও এক দিনের নোটিশে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

খালি একটি ইমেলেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনেককেই। কোনওরকম সৌহার্দ্য দেখায়নি গুগল। এমনই অভিযোগ করেছেন অনেক কর্মী। চাকরি হারানো গুগল কর্মীদের মধ্যে একজন কেট হাওয়েলস। ১৯ জানুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। আর সেদিনই চাকরি হারান কেট।

দশ বছর ধরে Google-এ চাকরি করেছেন কেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনি। তবে তাঁকে মাত্র একটি ইমেল করে জানিয়ে দেওয়া হয়, গুগল-এর আর তাঁকে দরকার নেই। সেই মেইল পেয়ে আকাশ থেকে পড়েন তিনি। বিশ্বাসই করতে পারছিলেন না, তাঁর চাকরিটা আর নেই।

লিঙ্কডইন-এ চাকরি হারানোর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে থাকতেন তিনি। সেখানে জীবনযাপনের খরচ প্রচুর। তাই আপাতত ফিনিক্স, অ্যারিজোনাতে সপরিবারে চলে যাবেন বলে ঠিক করেছেন। নতুন চাকরি পেতে সময় লাগবে। তবে তিনি নতুন চাকরি পেয়ে যাবেন বলে আশা করছেন।

(Feed Source: news18.com)