সোনম ওয়াংচুক গৃহবন্দি? বন্ড সইয়ে চাপ? কী দাবি ভিডিও বার্তায়

সোনম ওয়াংচুক গৃহবন্দি? বন্ড সইয়ে চাপ? কী দাবি ভিডিও বার্তায়

নয়াদিল্লি: গৃহবন্দি করে রাখার অভিযোগ লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী এবং সমাজসেবক সোনম ওয়াংচুককে। তাঁরই তৈরি করা প্রতিষ্ঠানে গৃহবন্দি রাখার অভিযোগ তুললেন সোনম। পাশাপাশি তাঁকে একটি বন্ড সই করতেও বলা হয়েছে বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন সোনম। একাধিক শর্তও আরোপ করা হয়েছে বলে দাবি তাঁর।

যদিও সেই অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, তাঁকে শুধুমাত্র খারদুংলাতে ৫দিনের অনশনে বাধা দেওয়া হয়েছে।

সিপিএমের তোপ:
এই ঘটনা নিয়ে সরকারকে আক্রমণ করে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর অভিযোগ, সোনম ওয়াংচুককে আবহাওয়া পরিবর্তনের বিপদ ও সংবিধানের ষষ্ঠ তফশিলে লেহ-লাদাখের অন্তর্ভুক্তকরণের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।

(Feed Source: abplive.com)