বরফ সাদা শ্রীনগরে রাহুল-প্রিয়ঙ্কার স্নো-ফাইট! মুহূর্তে ভাইরাল ভিডিও

বরফ সাদা শ্রীনগরে রাহুল-প্রিয়ঙ্কার স্নো-ফাইট! মুহূর্তে ভাইরাল ভিডিও

শ্রীনগর: ৭ সেপ্টেম্বর ২০২২-এ দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু। তারপর ১৩৫ দিন পেরিয়ে আজ ৩১ জানুয়ারি কাশ্মীরের শ্রীনগরে শেষ হচ্ছে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা।

সফেদ শ্রীনগরের কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোজনের মাধ্যমে শুরু হয় এদিনের কর্মসূচি। তার পরে পায়ে পায়ে পদযাত্রা পৌঁছয় শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে। ভারী তুষারপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। কিন্তু সেই বরফ বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করতে দেখা যায় রাহুল গান্ধিকে। পাশে ছিলেন ন্য়াশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাকেও।

এদিন কর্মসূচি শুরুর আগে বরফে নিয়ে স্নো-বল ফাইটে মাততে দেখা যায় রাহুল-প্রিয়ঙ্কাকে। স্নো-বল ফাইটের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাহুল গান্ধি। ভিডিয়োর ক্য়াপশনে লিখেছেন, ‘শীন মুবারক!’

(Feed Source: news18.com)