মায়ের ঝাড়ু লেগে ফাটল বোমা, গুরুতর জখম ৪ বছরের শিশু

মায়ের ঝাড়ু লেগে ফাটল বোমা, গুরুতর জখম ৪ বছরের শিশু

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের  ( Panchayet Poll ) আগে আবারও বোমায় রক্তাক্ত হল শৈশব। মুর্শিদাবাদের  ( Murshidabad ) লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হল চার বছরের শিশু। এর আগেও সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমায় জখম হয়েছে শিশুরা। ঘটেছে প্রাণহানিও। আবারও পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জেলা।
জানা গিয়েছে, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণে আহত হয় তাঁর ৪ বছরের ছেলে।

বোমা মজুত করে রাখা হয়েছিল? নাকি কেউ ফেলে রেখে গিয়েছিল? খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ।

২০২২ এর শেষের দিকে বিভিন্ন জেলায় বোমার আঘাতে আক্রান্ত হয় শৈশব। হয় মৃত্যুও । বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।

মাড়গ্রাম: বিস্ফোরণে মৃত বালক (২৮.১২.২২)
মানিকচক: বোমায় জখম শিশু (২২.১১.২২)
কুলপি: বিস্ফোরণে জখম কিশোর (১৭.১১.২২)
মিনাখাঁ: বিস্ফোরণে মৃত শিশু (১৬.১১.২২)
সাঁইথিয়া: বোমায় জখম কিশোর (১৪.১১.২২)
কাঁকিনাড়া: বিস্ফোরণে শিশু-মৃত্যু (২৫.১০.২২)

চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় বোমা-রাজনীতির শিকার হতে হচ্ছে নাবালকদের।  নতুন বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয় এক কিশোর।  এর আগে ১৭ নভেম্বর,  টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন :

বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারায় ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম ৬ ও ৭ বছরের দুই মাসতুতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয় ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয় ৭ বছরের শিশুকে। RIO-র অধিকর্তা অসীমকুমার ঘোষ জানান, বিস্ফোরণে শিশুর ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল। পাল্টে যায় চোখের আকৃতিও।

(Feed Source: abplive.com)