চিটফান্ডের টাকা ফেরত না দিতে পারায় আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী-স্ত্রী

চিটফান্ডের টাকা ফেরত না দিতে পারায় আত্মহত্যার পথ বেছে নিলেন স্বামী-স্ত্রী

বীরভূম : চিটফান্ডের টাকা ফেরত না দিতে পারায় টাকা চেয়ে এলাকার মানুষজনের হুমকি তার জেরে একসঙ্গে কীটনাশক খেলেন সারদা চিটফান্ডের এজেন্ট ও তার স্ত্রী ৷ তবে স্ত্রী মারা গেলেও মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছেন ওই এজেন্ট। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার পাথাই গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

পরিবার সূত্রে জানা গেছে ওই এজেন্টের নাম সন্দীপ কুমার দাস ও তার স্ত্রীর নাম মহুয়া দাস ৷ শুক্রবার রাত এগারোটা নাগাদ দুজনেই কীটনাশক খায় তারপর তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা ৷ শনিবার সকালে মৃত্যু হয় মহুয়া দাসের৷ হাসপাতাল সূত্রে জানা গেছে সুদীপ দাসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরিবার সূত্রে আরও জানা যায় কয়েক মাস থেকেই লগ্নীকারীরা টাকা ফেরত চেয়ে ব্যাপক জুলুমবাজি শুরু করে, তার ওপর দিন দিন চাপ বাড়ছিল ।

আরও পড়ুন: এখানে বিনিয়োগ করলে ট্যাক্স ছাড় পাবেন, সঞ্চয়ের সঙ্গে উপার্জনও হবে দু’হাত ভরে!আরও পড়ুন: মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করুন,৬ স্কিমে রয়েছে নিরাপত্তা ও রিটার্নের দ্বিগুণ শক্তি

গত কয়েক মাস ধরে কার্যত নিজেকে ঘর বন্দি করে রেখেছিল সুদীপ দাস ।তাই মানসিকভাবে ভেঙে পড়ে দুজনে কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় । চিটফান্ডের টাকা ফেরত না দিতে পারায় টাকা চেয়ে এলাকার মানুষজনের হুমকি দেয় একাধিকবার ৷ তার জেরে একসঙ্গে কীটনাশক খেলেন সারদা চিটফান্ডের এজেন্ট

(Feed Source: news18.com)