ফলের রসের বদলে তরল ডিটারজেন্ট পরিবেশন রেস্তোরাঁর! পানীয় খেয়ে হাসপাতালে ভর্তি ৭

ফলের রসের বদলে তরল ডিটারজেন্ট পরিবেশন রেস্তোরাঁর! পানীয় খেয়ে হাসপাতালে ভর্তি ৭

নয়া দিল্লি: রেস্তোরাঁয় গিয়ে আমরা অনেকেই ফ্রুট জুস খেতে পছন্দ করি। সেই মতো অর্ডার দিয়ে পছন্দের পানীয় বেছে খাই আমরা। কিন্তু সেই পানীয়ই যে এবার প্রাণঘাতী হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। রেস্তোরাঁয় গিয়ে ফলের রস খেয়েই এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৭ জন।

ঘটনাটি ঘটেছে চিনের ঝেঝিয়াং প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি রেস্তোরাঁ তাদের ফলের রসের পরিবর্তে তরল ডিটারজেন্ট পরিবেশন করে। সেই জুস খেয়ে সাতজন অসুস্থ হয়ে পড়েন। জরুরিকালীন ভিত্তিতে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পেটে পাম্প করে সেই তরল ডিটারজেন্ট বের করার প্রক্রিয়া চালানো হয় হাসপাতালে, এমনটাই জানান হয়েছে।

এও জানা গিয়েছে, এক যুবক তাঁর বন্ধু এবং পরিবার নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে যান। সেখানে তাঁরা ফ্রুট জুস অর্ডার করেন। কিন্তু ফ্রুট জুসের বদলে যে তাঁদের লিক্যুইড ডিটারজেন্ট দেওয়ায় হয়েছিল, তা বুঝতে পারেননি তাঁরা। উপস্থিত এক মহিলা পরে তাঁর সোশাল মিডিয়ায় জানায় যে, প্রাথমিকভাবে তাঁদের ওই ফলের রসের গন্ধ কিছুটা অন্যরকম মনে হয়েছিল। গলায় জ্বালাও শুরু হয়েছিল। কিন্তু ততক্ষণে যা সমস্যা হওয়ার হয়ে গিয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা ভর্তি ব্যক্তিদের গ্যাস্ট্রিক সাকশন পদ্ধতিতে ওই তরল ডিটারজেন্ট বের করে আনার কাজ করেন। পরবর্তীতে ওই রেস্তোরাঁর তরফে জানান হয়, যে এই কাজটি ভুলে করে ফেলেছিল রেস্তোরাঁর এক কর্মী। তাঁর চোখে সমস্যা ছিল। ওই রেস্তোরাঁর পার্মানেন্ট কর্মী তিনি নন। সকালে রেস্তোরাঁর কাজে সাহায্য করার জন্য এসেছিলেন। জুকুন থানার একজন পুলিশ আধিকারিক সংবাদসংস্থাকে জানায়, সাতজনের সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং পরে যদিও রেস্তরাঁর থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে।

(Feed Source: abplive.com)