নাইরোবি: পরকীয়ায় জড়িয়েছে স্বামী। তা নিয়ে শুরু বচসা। কিন্তু সেটা থেকে বিতর্ক এমন জায়গায় পৌঁছাবে, তা কল্পনাও করতে পারেননি এক ব্যক্তি। আপাতত গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনাটি কেনিয়ার। স্ত্রী তাঁর স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। রাগের মাথায় স্ত্রী স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। মারাত্মকভাবে আহত জখম হন ওই ব্যক্তি। জানা গিয়েছে, ওই মহিলার নাম গ্রেস। তাঁর স্বামীর নাম এলিউড কেফা।
রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রেস জানতে পেরেছিলেন তাঁর স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সেই বিষয় সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন তাঁর কাছে। এর পরেই বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তাঁর। সেই সময়েই ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয় সে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এরপরেই ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করে। আদালত ওই মহিলার জামিন মঞ্জুর করেছে। আইনজীবী বলেন, স্ত্রীকে জামিন দিলে মক্কেলের ওপর আবারও হামলার আশঙ্কা রয়েছে। আপাতত দু জনকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছে আদালত।