বাজেট পড়লেন নির্মলা! নেট দুনিয়ার রঙ্গ-ব্যঙ্গ যদিও নির্মল নয়!

বাজেট পড়লেন নির্মলা! নেট দুনিয়ার রঙ্গ-ব্যঙ্গ যদিও নির্মল নয়!

নয়াদিল্লি: এ যেন এক উৎসব। বছর পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। ফেব্রুয়ারি মাসের একেবারে পয়লা দিনেই সংসদ সরগরম। টকটকে লাল শাড়িতে দেখা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কোভিড পরবর্তী অর্থনীতি নিয়ে একদিকে যেমন চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক তখনই ক্রমাগত মূল্যবৃদ্ধি আম-নাগরিকের নাভিশ্বাস তুলছে। কিন্তু তাতে কী! গত কয়েক বছরে মানুষ সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে। সব বাধা হাস্যমুখে পেরিয়ে যেতে তার ভরসা সোশ্যাল মিডিয়া, আর মিম।

কেন্দ্রীয় বাজেটের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নানা কিসিমের মিম। যা দেখে হাসির হরার ছুটছে এপাড়া থেকে ওপাড়া। কারণ সেসব মিম শেয়ার হচ্ছে দেদার। রাজ্য বা শহরের বাধা না মেনেই ছড়িয়ে পড়ছে কেন্দ্রীয় বাজেটের জন্য তৈরি নানা মিম।

১ ফেব্রুয়ারি সাত সকালেই ট্যুইটারে ছড়িয়ে পড়ে একদল পঞ্জাবি কিশোরের নাচের ভিডিও। ফিনান্স মিম নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিওয় ক্যাপশন হিসেবে লেখা ছিল, আমি প্রচুর পরিশ্রম করে উপার্জনের চেষ্টা করি। আর সে সময় আয়কর—

আসলে ভিডিওতে দেখা যায় একের পর এক কিশোর নাচতে নাচতে বেরিয়ে আসছে, তারা কেউ আয়কর, কেউ জিএসটি, কেউ আবার কৃষি কল্যাণ সেস।

একটু বেলা বাড়তেই বিবেক গৌতম নামে এক ট্যুইটার ব্যবহারকারী মুন্নাভাই এমবিবিএস-এর একটি ছবি শেয়ার করে বলেন, আমি বাজেটের কিছুই বুঝি না। আমার কমার্স পড়া বন্ধুরা আমায় বুঝিয়ে দেবে।

(Feed Source: news18.com)