রাজারহাটে ISF কর্মী খুনে CID তদন্তের নির্দেশ আদালতের

রাজারহাটে ISF কর্মী খুনে CID তদন্তের নির্দেশ আদালতের

ভাঙড়ে ISF কর্মী ইয়ারুল মোল্লা খুনে CID তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজশেখর মান্থা পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে সিআইডিকে ১৫ মার্চের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন ISF বিধায়ক নওসাদ সিদ্দিকি।

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মৃতের পরিজনরা। মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, এই ঘটনায় চারজন নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে এই কাজ করেছিল তারা। এর পর এক ব্যক্তির সাক্ষের ভিত্তিতে তাদের ৬ মাস জেলে আটকে রাখা হয়েছে। যদিও সাক্ষী আদালতে জানিয়েছে যে তাঁকে জোর করে সাক্ষ দেওয়ানো হয়েছে।

এর পরই পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতি মান্থা বলেন, ‘কাউকে ৬ মাস আটকে রেখে পুলিশ কি তার মৌলিক অধিকার হরণ করতে পারে?’ সঙ্গে সাক্ষী রণজিত বাগকে নিরাপত্তা দিতে নির্দেশ দেন তিনি।

গত ৯ জুলাই রাজারহাটের গাঁড়াগড়িতে উদ্ধার হয় ইয়ারুল মোল্লা নামে ওই ISF কর্মীর দেহ। ভাঙড় থানা এলাকার বড়ালি গ্রামের বাসিন্দা ছিলেন ওই যুবক। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে ইয়ারুলকে। এই খুনের জন্য তৃণমূল নেতা কাইজার আহমেদকে দায়ী করেন নওসাদ সিদ্দিকি।