OMR শিট প্রস্তুতকারীর সঙ্গে মানিকের ‘কেন প্রেম’, CBI-কে বার করতে বলল কোর্ট

OMR শিট প্রস্তুতকারীর সঙ্গে মানিকের ‘কেন প্রেম’, CBI-কে বার করতে বলল কোর্ট

 

পর্ষদের ‘কনফিডেনশিয়াল সেকশন’-এ (গোপনীয় বিভাগে) প্রাথমিক টেটের উত্তরপত্রে কারচুপি চলত। বৃহস্পতিবার হাইকোর্টে সাক্ষ্য দিতে এসে এমনটাই দাবি করলেন পর্ষদের প্রাক্তন সচিব রত্না ভট্টাচার্য। তাঁর দাবি, সেই বিভাগে যাতায়াত ছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। শুধু তাই ‘কনফিডেনশিয়াল সেকশন’-এ যাওয়ার অধিকার ছিল ওএমআর শিট প্রস্তুতকারীর। শুনানিতে তাঁর এই দাবি শুনে ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-এর কাছে জানতে চান, তারা কেন এই সব বিষয়ে এখনও কিছু জানতে পারছে না।

একই সঙ্গে বিচারপতি জানতে চান, উত্তরপত্র প্রস্তুতকারী সংস্থার সঙ্গে মানিক ভট্টাচার্যের কী এমন ‘প্রেম ছিল’ যাতে তিনি ওই গোপন বিভাগে যেতে পারতেন। এ ব্যাপারে সিবিআইকে জিজ্ঞাসাবাদ করে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।

মানিক ভট্টাচার্য যখন পর্ষদের সভাপতি ছিলেন সেই সময় সচিব ছিলেন রত্না ভট্টাচার্য। সে কারণে নিয়োগ মামলায় তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারপতি তাঁর কাছে জানতে চান, ২০১৪ সালের টেটের ভিত্তিতে কেন ২০১৬ সালের নিয়োগের প্যানেল তৈরি হয়নি। এর জবাবে রত্না বলেন, ‘পর্ষদের গোপন বিভাগ থেকে আমরা ৮টি প্যানেল পেয়েছিলাম। তার কোনওটাই অতিরিক্ত প্যানেল নয়। মানিক ভট্টাচার্যই এ বিষয়ে সব সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি আদালতের কাছে আরও জানান, ‘এস বসু রায়চৌধুরী কোম্পানির প্রতিনিধি (উত্তরপত্র তৈরির বরাত দেওয়া হয়েছিল যে সংস্থাকে) এবং প্রয়াত গৌতম মুখোপাধ্যায় ছিলেন ওই বিভাগের সদস্য।’ এর বিচারপতি ওই উত্তরপত্র তৈরি সংস্থার সম্পর্কে বিস্তারিত জানতে চান। সাক্ষ্যগ্রহণের শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে বলেন, ‘আপনাকে অনেক কিছু বলতে হবে আদালতের কাছে।’’ পর্ষদের প্রাক্তন সচিব বলেন, তিনি যা জাননে তা বলতে তাঁর কোনও অসুবিধা নেই। 

বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই-কে ধমক দিয়ে বলেন, ‘মানিক ভট্টাচার্যের সঙ্গে উত্তর়পত্র প্রস্তুতকারী সংস্থার কিসের এত প্রেম তা জানার চেষ্টা করুন।

(Feed Source: hindustantimes.com)