নদিয়া: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। মাধ্যমিকে ভাল ফলাফল করতে উদগ্রীব সকলেই। নদিয়া জেলার বেশ কিছু বিদ্যালয় থেকে প্রতিবারই একাধিক ছাত্র-ছাত্রীরা ভাল নম্বর পেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য রাজ্য স্তরে বিশেষ জায়গা করে নেয়।
এ বার নদিয়া জেলার অন্তর্গত মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রণব রায় দিচ্ছেন মাধ্যমিকে ভৌতবিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিশেষ কিছু টিপস। তিনি জানিয়েছেন, আসন্ন পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের বয়েলের সূত্র চার্লসের সূত্র থেকে শুরু করে তাদের ব্যাখ্যা এবং সঙ্গেযেই গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলোতেও গুরুত্ব দিতে হবে।
রাসায়নিক গণনার অধ্যায় যেই ম্যাথমেটিকাল যেই বিষয়গুলি রয়েছে সেগুলি গুরুত্ব সহকারে পড়তে বলছেন তিনি। এ ছাড়াও একাধিক বিষয়ের ওপর নজর দিতে বলেছেন তিনি।
বিগত বছরে করোনার জন্য বেশ কিছু অধ্যায় বাদ পড়েছিল সেই অধ্যায়গুলি এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ সেগুলোর উপরেও নজর দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্টের জন্য বরাবরই নদিয়া জেলার বেশ কিছু স্কুল থাকে প্রথম সারিতে। এ বছরও তার কিছু ব্যতিক্রম হবে না বলে আশা রাখছেন স্কুলের শিক্ষকরা। মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয় ভৌতবিজ্ঞান শিক্ষকের এই টিপস ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট কার্যকরী হবে বলে আশা করছে সকলেই।
(Feed Source: news18.com)