জার্মান ট্যাঙ্কের জবাবে পাল্টা পরমাণু যুদ্ধের হুমকি পুতিনের, দিলেন চরম বার্তা

জার্মান ট্যাঙ্কের জবাবে পাল্টা পরমাণু যুদ্ধের হুমকি পুতিনের, দিলেন চরম বার্তা

#মস্কো: ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হুমকি দিয়ে বলেছেন ইউক্রেনকে বাঁচাতে জার্মানির পাঠানো লেপার্ড ট্যাঙ্ক গুনে গুনে ধ্বংস করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ৮০ বছর পর রাশিয়া আবারও জার্মানির ট্যাংকের মুখোমুখি হচ্ছে। স্তালিনগ্রাদ যুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া ভাষণে এমন কথা বলেন তিনি।

খবর বিবিসির। এখন থেকে ৮০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্তালিনগ্রাদ শহরে জার্মান নাৎসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন সোভিয়েত সেনারা। এটি স্তালিনগ্রাদ যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধে প্রায় ৯১ হাজার জার্মান সেনাকে আটক করেছিল সোভিয়েত বাহিনী। স্তালিনগ্রাদের বর্তমান নাম ভলগোগ্রাদ, অবস্থান রাশিয়ায়।

সেখানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পুতিন। তিনি বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটা অবিশ্বাস্য হলেও সত্য। জার্মানির লেপার্ড ট্যাংকের মাধ্যমে আবারও রাশিয়াকে হুমকি দেওয়া হচ্ছে। ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই কিয়েভকে নানা সমরাস্ত্র দিয়ে সহায়তা করে আসছে পশ্চিমা মিত্র দেশগুলো।

এরই মধ্যে সম্প্রতি বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিতে রাজি হয়েছে। বলা চলে জার্মানির কথা। ইউক্রেনের সামরিক বাহিনীকে নিজেদের তৈরি লেপার্ড ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। এদিকে ভাষণের একপর্যায়ে আবারও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিন জানিয়ে দিয়েছেন ইউরোপের দেশ এবং আমেরিকা মিলেও রাশিয়াকে আটকাতে পারবে না। তিনি মানবিক বলেই যুদ্ধে রাশিয়া নিজেদের সেরা অস্ত্র ব্যবহার করেনি এখনও। কিন্তু এবার অনেক হয়েছে আর নয়।

(Feed Source: news18.com)