মুদ্রাস্ফীতির পতন ক্ষণস্থায়ী নয়,নিজেকে ধরে রাখতে হবে: নির্মলা

মুদ্রাস্ফীতির পতন ক্ষণস্থায়ী নয়,নিজেকে ধরে রাখতে হবে: নির্মলা

নয়াদিল্লি: বাজেটে ‘সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়ানো’-র জন্য দেশবাসীকে অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবার ২০২৩-২৪ সালের বাজেট পেশ করেন নির্মলা। তার ঠিক একদিন পরই শুক্রবার নেটওয়ার্ক ১৮ গ্রুপের এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। নির্মলা জানান, কেন্দ্র সরকার বাজেটে নেওয়া প্রতিটি পদক্ষেপের জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেছে। তাঁর কথায়, ‘‘একটা সিদ্ধান্ত নেওয়া এবং অন্যটা বাদ দেওয়ার পিছনে ন্যায্য প্রমাণ দেখাতে হয়েছে আমাদের।’’

ভাল বাজেট সমাজের সমস্ত বিভাগকে কভার করে বলে মন্তব্য করেন নির্মলা। তাঁর কথায়, ‘‘ভাল বাজেটের বৈশিষ্ট হল, তাতে সমাজের সমস্ত স্তরের জন্যই কিছু না কিছু থাকবে।’’ নির্মলার আশা, ‘‘বাজারে বাজেটের তাৎক্ষণিক প্রভাব আগামী দিনেও অব্যাহত থাকবে।’’ এর আগে নির্মলা বলেছিলেন, সরকার নতুন আয়কর ব্যবস্থাকে করদাতাদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। মধ্যবিত্তদের সুবিধার জন্য কর কাঠামোয় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও আনা হয়েছে।

(Feed Source: news18.com)