মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্কের ভয় কাটাতে সহজ সমাধান

মাধ্যমিক পরীক্ষার্থীদের অঙ্কের ভয় কাটাতে সহজ সমাধান

গোঘাট: মাধ্যমিক পরীক্ষা জীবনের একটা প্রথম বড় ধাপ। মাধ্যমিক পরীক্ষার্থীদের ভয় কাটাতে অঙ্কের বিষয়ে সাজেশন দিলেন শিক্ষক বাচ্চু মন্ডল। দীর্ঘ ১৫ বছর অঙ্কের বিষয়ে ছাত্র-ছাত্রীদের কোচিং দিচ্ছেন বাচ্চু বাবু। হুগলি জেলার গোঘাটের বিভিন্ন প্রান্তে তিনি কোচিং দিচ্ছেন ছাত্র-ছাত্রীদের।শিক্ষক বাচ্চু বাবু শুধু মাধ্যমিক নয়,উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট ও মাস্টার ডিগ্রী ছাত্র-ছাত্রীদের কোচিং দিচ্ছেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্কের বিষয়ে ভয় কাটাতে সহজ উপায়ে সাজেশন দিলেন তা হলো এক নজরে।

তিনি প্রথমে অঙ্কের বিষয়ে ছাত্র-ছাত্রীদের ভয় কাটানোর জন্য বলেছেন। আর কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা তাই সময়টা খুবই কম তাই আমার অভিজ্ঞতা থেকে তিনি সাজেশন দেন।

১) প্রতিদিন টেস্ট পেপারে এক একটা অধ্যায় ধরে ধরে করতে হবে এবং প্রত্যেকটা পেজ টাইম ধরে করতে হবে। টাইম টা কমানো যায় তাহলে ছাত্র-ছাত্রীদের ভালো হবে।

২) এরপর তিনি বলেন প্রথমে অঙ্কের ক্ষেত্রে mcq বিভিন্ন ভুল এবং ঠিক যে প্রশ্নগুলো থাকবে প্রথমেই করতে হবে। অঙ্কের মূল একটা বিষয় হল যে অঙ্ক গুলো প্র্যাকটিস করেছে সেই প্রশ্নটা পাওয়া মাত্রই আগে করতে শুরু করব বলে জানান। তারপরই ধাপে ধাপে অঙ্ক গুলি করে যাব।আগে সহজ অঙ্ক গুলি করে তারপর কঠিন অঙ্ক যাওয়ার জন্য বলেছে তা না হলেও ছাত্র-ছাত্রীদের ভয় থেকে যাবে এবং পরীক্ষার নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন।

৩)তিনি শেষবার ছাত্র-ছাত্রীদের জন্য অনুরোধ করে বলে অঙ্ক পরীক্ষা দিতে যাচ্ছে মানে হেসে খেলে এবং বন্ধু-বান্ধবদের সাথে গল্প করে এটাও ঠিক নয় পরীক্ষার আগে একটু চুপচাপ থেকে প্রশ্নগুলো চয়েস করা সেটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

অঙ্কের বিষয়ে সবার পরীক্ষা ভালো হোক এবং রেজাল্ট করুক বলে জানান ছাত্র-ছাত্রীদের।

(Feed Source: news18.com)