পর পর কম্পন, তাসের ঘরের মতো ধসল বাড়ি, ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে

পর পর কম্পন, তাসের ঘরের মতো ধসল বাড়ি, ভয়ঙ্কর ভূমিকম্প তুরস্কে

নয়াদিল্লি : তুরস্কে প্রবল ভূমিকম্প ( powerful earthquake )। তুরস্কজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭ দশমিক ৮ ( 7.8 on the Richter scale)। । ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা।

সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের ( Turkey  )  গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর ( Nurdagi city in the Gaziantep province )। একবার নয়, একটি ভূকম্পের পর আবার। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়াতেও প্রবল কম্পন অনুভূত হয়। তুরস্ক লাগোয়া সিরিয়ার ( Syria ) একাংশেও বহু বাড়ি ভেঙে পড়েছে।

বিভিন্ন সংবাদ সংস্থা ট্যুইটার হ্যান্ডেলে এই খবর শেয়ার করেছে। অনেকেই বহু মৃত্যুর আশঙ্কা করছে।

বিএনও নিউজ জানিয়েছে, ভূমিকম্পে একাধিক বাড়ি ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপে বহু লোকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

(Feed Source: abplive.com)