রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন, ‘আটকে থাকতে পারেন কেউ’, আশঙ্কা দমকলের

রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন, ‘আটকে থাকতে পারেন কেউ’, আশঙ্কা দমকলের

কলকাতা: রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন (Massive Fire)। এক্সাইড মোড়ে টায়ারের গুদামে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে (Rabindra Sadan Excide More)। ঘন ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়ে দমকলের ইঞ্জিন (Fire Engine)। যুদ্ধকালীন প্রস্তুতিতে আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল বাহিনী। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আগুনে আটকে থাকতে পারেন কেউ, আশঙ্কা দমকলের।

(Feed Source: abplive.com)