কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

 

কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। আগামী ৩০ মার্চ বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হবে। তার প্রায় দেড় মাস আগে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করল কলেজিয়াম।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম, বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছে।

প্রসঙ্গত, বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে পেশা শুরু করেন। দীর্ঘ ২৩ বছর ওই পেশায় থাকার পর ২০০৯ সালে তিনি মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্তি বিচারপতি হিসাবে শপথ নেন। ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসাবে কর্মজীবন শুরু করেন। সেখান ১২ বছর থাকার পর তাঁকে কলকাতা হাই কোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট।

২০২১ সালে তিনি প্রধান বিচারপতির পরেই হাই কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি হিসাবে শপথ নেন। বিচারপতি হিসাবে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর অবধি তাঁর মেয়াদ ছিল। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। সম্প্রতি আদালত কক্ষ অবরোধের ঘটনা তিনি ভালো ভাবে নেননি। তিনি জানিয়েছিলেন, আইনজীবীদের কাছে এমনটা আশা করা দুঃখজনক।

(Feed Source: hindustantimes.com)