দুর্নীতি রোধে দলে কন্ট্রোল কমিশন করা হোক,বোম ফাটালেন মদন, জেল-ফেরৎ, খোঁচা BJP’র

দুর্নীতি রোধে দলে কন্ট্রোল কমিশন করা হোক,বোম ফাটালেন মদন, জেল-ফেরৎ, খোঁচা BJP’র

মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক। এবার দুর্নীতি রোধে দলকে নয়া পরামর্শ দিলেন মদন মিত্র। তিনি জানিয়েছেন দলের এবার কন্ট্রোল কমিশন করা দরকার। ওয়াকিবহাল মহলের মতে অনেক সময় বন্যা নিয়ন্ত্রণের জন্য কমিশন থাকে। তবে কি দুর্নীতির বান ডেকেছে বঙ্গে? সেকারণেই কি কন্ট্রোল কমিশন করার কথা বলছেন মদন মিত্র? কিন্তু দলের অন্দরে রাঘববোয়ালদের কি এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? কিন্তু মদন মিত্র ঠিক কী বলেছেন?

মদন মিত্র জানিয়েছেন,দল প্রচন্ড নিয়ন্ত্রণ করছে। দলের মধ্যে প্রয়োজনে কন্ট্রোল কমিশন করা দরকার। আজকে আমি মদন মিত্র। আমি যদি এমএলএ হই, আমার মুখটা মানুষ চেনে। আমি যদি যেখানে সেখানে গিয়ে যা ইচ্ছে তাই করি,গুন্ডামি করি, তোলাবাজি করি,দল আমাকে নিয়ন্ত্রণ করবে। কোর্টের জন্য় অপেক্ষা কেন করবে?

এর সঙ্গেই মদন মিত্র জানিয়েছেন, জেলে যাওয়ার আগে আমার পদত্যাগপত্র আমি আগেই দিয়েছিলাম। দেড়বছর ধরে তা গ্রহণ করা হয়নি।

তবে মদন মিত্রের কথাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন বিরোধীরা। তাঁদের দাবি, দলের অন্দরে শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। তারা কী করছে?

এদিকে অনেকেই বলছেন কন্ট্রোল কমিশন করার কথা বলে কার্যত বোমা ফাটিয়েছেন মদন মিত্র। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, অনুব্রত মণ্ডল সহ একাধিক হেভিওয়েট বর্তমানে নিয়োগ দুর্নীতিতে জেলে দিন কাটাচ্ছেন।

একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে কোর্ট যতক্ষণ না রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ধৃত তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিশেষ কোনও পদক্ষেপ নিচ্ছে না দল। তবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো কিছু ব্যতিক্রমী ঘটনা বাদ দিয়ে। এদিকে মদন মিত্র বলছেন, কেন কোর্ট পর্যন্ত অপেক্ষা করছে? এটাও সাধারণ মানুষেরই প্রশ্ন। তবে কি দলের মধ্যে নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই নেই? সেকারণেই আগাম কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানেই প্রশ্ন উঠছে মদন মিত্রের উল্লেখ করা কন্ট্রোল কমিশন করলেও প্রকৃত দোষীদের বিরুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেওয়া সম্ভব?

বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, তিনি তো নিজেই জেল ফেরৎ আসামী। জেলখাটা। তাঁর কথার কোনও গুরুত্ব নেই। কন্ট্রোল কমিশন মানে তৃণমূলটাই কন্ট্রোল হয়ে যাবে। তৃণমূল বলে কিছু থাকবে না।

অন্যদিকে সিপিএম নেতা শমীক লাহিড়ির দাবি, তিনি তো নিজেই মন্ত্রী ছিলেন। জোকারের কথার কোনও উত্তর দেব না।

(Feed Source: hindustantimes.com)