করের টাকা ঘরে তুলতে বাড়ি বাড়ি যাবেন KMC আধিকারিকরা

করের টাকা ঘরে তুলতে বাড়ি বাড়ি যাবেন KMC আধিকারিকরা

 

প্রচুর কর বকেয়া পড়ে রয়েছে। এ দিকে শেষ হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষ। তাই অর্থবর্ষ শেষ হওয়ার আগেই বকেয়া করের টাকা আদায় করতে সপ্তাহে ২ দিন করে কর বিভাগে ইন্সপেক্টরদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিল কলকাতা পুরসভা। বুধ ও শনিবার এই দু’দিন ইন্সপেক্টরা বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর আদায় করবেন।

পুরসভা সূত্রে খবর, সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ইন্সপেক্টরা বাড়ি বাড়ি ঘুরে দেখবেন, কারও মিউটেশন বাকি রয়েছে কি না। যাঁরা এখনও বাড়ির মিউটেশন করাননি, কর বিভাগের ইন্সপেক্টররা তাঁদের খুঁজে বার করবেন। কর সঠিক দেওয়া হচ্ছে না কম তাও তাঁরা খতিয়ে দেখবেন।

বাড়িতে ঘুরে ঘুরে যে তথ্য উঠে আসবে তা একটি ডায়রিতে লিখে রাখবেন ইন্সপেক্টরা। পরে সেই ডায়েরি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে সই করাতে হবে। এই নিয়ম না মানলে ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

কেন এই ব্যবস্থা?

কলকাতা পুরসভার কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ৭২০ কোটি টাকার সম্পত্তি কর আদায় হয়েছে। তবে তা লক্ষ্যমাত্রার থেকে অনেক কম। তাই অর্থবর্ষ শেষ হওয়ার আগে বকেয়া কর আদায় করে লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা করা হচ্ছে। চলতি অর্থবর্ষে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল হাজার কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে কলকাতা পুরসভা ওয়েভার স্কিম চালু করে তাতে আদায় হয় ৪৫০ কোটি টাকা। অনেক বড় বড় করদাতা এই স্কিমে ছাড় নেওয়ার জন্য কর দিচ্ছিলেন না। পুরসভার পক্ষ থেকেও কড়া পদক্ষেপ না নেওয়ায় করের বড় অংশ আদায় হয়নি। তাই চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে সেই কর আদায় করতে চাইছে কলকাতা পুরসভা।

(Feed Source: hindustantimes.com)