রাজস্থানে ভোটের দামামা বাজিয়ে দিলেন মোদী, বাজেট খোঁচা কংগ্রেসকে

রাজস্থানে ভোটের দামামা বাজিয়ে দিলেন মোদী, বাজেট খোঁচা কংগ্রেসকে

রাজস্থানের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়লেন মোদী। দেশের সশস্ত্র বাহিনীকে অপমান করেছে কংগ্রেস। অন্যদিকে সীমান্ত এলাকায় উন্নতিতে কোনও উদ্যোগ নেয় না রাজস্থান সরকার। এমনটাই অভিযোগ তুলেছেন মোদী।

এদিকে এদিনই রাজস্থান দিল্লি এক্সপ্রেসওয়ের সূচনা করেছেন মোদী। সেই নিরিখে উন্নয়নের নানা দিকও তুলে ধরেছেন তিনি। এবার তারই বৈপরীত্য হিসাবে তিনি এদিন রাজস্থানের কংগ্রেস পরিচালিত সরকারের অনুন্নয়নের কথা তুলে ধরেন তিনি।

মোদী জানিয়েছেন, গত ৯ বছর ধরে দেশের পরিকাঠামো বৃদ্ধির জন্য আমাদের সরকার বহু অর্থ ব্যয় করেছে। এমনকী এবারের কেন্দ্রীয় বাজেটেও পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, বহু বছর ধরে বলা হত, রাজস্থান নাকি একটি বিমারু রাজ্য। কিন্তু গোটা দেশের মধ্যে রাজস্থানকেও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিচ্ছে বিজেপি। মোদী জানিয়েছেন, ওবিসি কমিশন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। ওবিসি শ্রেণি যাতে তাদের অধিকার ফিরে পান সেক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে।

এর সঙ্গেই রাজস্থান সরকারকে একহাত নেন তিনি। তিনি বলেন, রাজস্থান সরকার যে প্রকল্পের কথা ঘোষণা করে তার বেশিরভাগই খাতায় কলমেই থেকে যায়। বাস্তবে রূপ পায় না। তাদের আসলে দূরদৃষ্টির অভাব রয়েছে।

মোদী জানিয়েছেন, রাজস্থানের ব্যাপক উন্নতি হতে পারত যদি সেখানে বিজেপি শাসিত সরকার থাকত। যদি সেখানে ডবল ইঞ্জিন সরকার রাজস্থানে থাকত। তবে সেখানেও উন্নতি হত। রাজস্থানে  বিজেপি ক্ষমতায় আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দৌসা জেলার একটি সভায় মোদী বলেন, সীমান্ত এলাকায় রাজস্থান সরকার উন্নয়নমূলক কাজ করছে না। আসলে তারা ভয় পাচ্ছে। তারা ভাবছে, তারা এনিয়ে সংসদেও বলেছে যে যদি শত্রুরা রাস্তা দিয়ে ঢুকে পড়ে। আসলে কংগ্রেস চিরদিনই আমাদের সেনাদের ক্ষমতাকে যোগ্য মর্যাদা দেয় না। আন্ডার এস্টিমেট করে। তাদের সাহসিকতাকে স্বীকার করে না। তারা জানে না  আমাদের বাহিনী জানে কীভাবে শত্রুপক্ষকে আটকাতে হয়। কীভাবে তাদের মুখের উপর জবাব দিতে হয়। সেটা আমাদের বাহিনী জানে।

মোদী বলেন, কীভাবে ওরা সরকার চালাচ্ছে সেটা আর লুকানোর কিছু নেই।  এবার বাজেট সেশনে রাজস্থানে কী হয়েছিল সেটা সব জায়গায় চর্চা হচ্ছে। আমি মানছি ভুল সবারই হতে পারে। কিন্তু কংগ্রেসের দৃষ্টিভঙ্গিটাই নেই।  আসলে এবার বাজেট পড়তে গিয়ে গতবারের বাজেট পড়া শুরু করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এমনটাই খবর।

(Feed Source: hindustantimes.com)