Nandini Chakroborty: নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের, নয়া মোড়

Nandini Chakroborty: নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের, নয়া মোড়

এবার নন্দিনী চক্রবর্তীকাণ্ডে নয়া মোড়। সূত্রের খবর, নন্দিনীর বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ রাজ্যপালের। তিনি রাজ্য ও রাজ্যপালের অফিসের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছিলেন বলে অভিযোগ। আর তার জেরেই এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য়ের মুখ্যসচিব ও অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। মিথ্যে তথ্য দিয়ে সার্ভিস রুল ভাঙার অভিযোগ উঠেছে এই আধিকারিকের বিরুদ্ধে। আর তার জেরেই এবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তিনি রাজ্যপালের অফিস সম্পর্কে, সেখানকার লেখালেখি সংক্রান্ত বিষয়ে রাজ্যকে বিভ্রান্তিকর তথ্য় দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এর জেরে রাজ্য ও রাজ্যপালের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হয়। আর তারই ফলশ্রুতিতে এবার নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ বলে খবর।

সূত্রের খবর,রাজ্যপালের প্রধান সচিব পদে ছিলেন নন্দিনী চক্রবর্তী। তবে সম্প্রতি তাঁকে নিয়ে রাজভবন ও রাজ্যের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়। রাজভবন থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল। রবিবারই চিঠি দিয়ে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এদিকে সূত্রের খবর, সোমবার তিনি দিনভর রাজভবনেই ছিলেন। এনিয়ে অসন্তষ্ট হয়েছিলেন রাজ্যপাল। তারপরই শোনা যাচ্ছিল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আর রাতেই খবর এল এবার সেই নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

তবে ইতিমধ্য়েই নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়ার পরে এবার পর্যটন দফতরের প্রধান সচিবের পদে বসানো হয়েছে। তবে এর আগেও তিনি এই দফতরের দায়িত্ব সামলেছেন। আবারও তিনি সেই দায়িত্বে বসছেন। বুধবার এক সরকারি নির্দেশিকায় তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার রাজ্য়ের মুখ্যসচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন রাজ্যপাল। তারপর নন্দিনী চক্রবর্তীকে নতুন দায়িত্বে বসানো হয়। তবে এবার সেই আমলার বিরুদ্ধেই তদন্তের নির্দেশ খোদ রাজ্যপালের।

এদিকে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক ঠিক কেমন তা নিয়ে আচমকাই ধোঁয়াশা তৈরি হয়। প্রথমদিকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করতেন রাজ্যপাল। কিন্তু গত কয়েকদিন ধরে সেই ছবিটা দ্রুত বদলাতে থাকে। রাজ্যপাল ট্রাকে ফিরছেন বলেও বলতে শুরু করেন বিজেপি নেতৃত্ব। এদিকে নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়ার পরে সেই সুর যেন আরও জোরালো হল। এবার তদন্তের নির্দেশ। তবে কি এবার সংঘাত নাকি বন্ধুত্ব? সেটা বলবে সময়।

(Feed Source: hindustantimes.com)