সারি ও সারনা ধর্মের স্বীকৃতি, সোমে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিধানসভায়

সারি ও সারনা ধর্মের স্বীকৃতি, সোমে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিধানসভায়

সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিতে শুক্রবার আলোচনার প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়। ১৮৫ ধারায় প্রস্তাব এনে আলোচনা হবে। বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে কার্যবিবরণী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সারনা ধর্মকে স্বীকৃতির দাবিতে গত কয়েক মাস ধরে ফের সুর চড়া করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। দাবি না মিটলে আগামী দিনে বড়সড় আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। রাজ্য সরকারও এ সিদ্ধান্ত নেওয়া ভাবনা চিন্তু শুরু করে। কিছু দিন আগেই পরিষদীয় মন্ত্রী ওই প্রস্তাব আনার ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু বাজেট পেশ না হাওয়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি কার্যবিবরণী কমিটি। বাজেট পেশের প্রস্তাব আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব

আগামী সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনা হতে পারে। শনিবার জঙ্গলমহল সফর সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তার পর সোমবার এই প্রস্তাব আনা হতে পারে। এর আগে ২০১৭ সালেও বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়। সেই সময় এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল বাম-কংগ্রেস। বিজেপির তিন বিধায়ক বিরোধিতা করেছিলেন। বিজেপি সূত্রের খবর, সোমবার বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী।

(Feed Source: hindustantimes.com)