আনফিটের তকমা নিয়ে WI দল থেকে বাদ গিয়েছিলেন, একহাতে ক্যাচ ধরে এভিন লুইসের জবাব

আনফিটের তকমা নিয়ে WI দল থেকে বাদ গিয়েছিলেন, একহাতে ক্যাচ ধরে এভিন লুইসের জবাব

কয়েকদিন আগেই আসন্ন নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে সীতিত ওভারের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দল থেকে বাদ দেওয়া হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের তারকা ক্রিকেটার এভিন লুইসকে। বলা হয়েছিল তার ফিটনেস সমস্যা রয়েছে, সেই কারণইে তাকে চূড়ান্ত দলে রাখা হয়নি। এমন অবস্থায় বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ একটি ক্যাচ নিলেন এভিন লুইস। তিনি যেন নিজের ফিটনেস নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন।

আসলে ৩১ মে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ শুরু হবে। সেই সিরিজে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। এরপরে ৮ জুন থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দুটি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক নিকোলাস পুরান। এই ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে জায়গা পাননি জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার আর এভিন লুইসের মতো তারকারা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছিল, লুইস বাদ পড়েছেন তার ফিটনেসের জন্য।

এরপরে বুধবার রিঙ্কু সিং-এর ক্যাচ নিয়ে এভিন লুইস বুঝিয়ে দিলেন তিনি কতটা ফিট। লুইসের এই ক্যাচের পরে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। সকলেই ওয়েস্ট ইন্ডিজের দল গঠন এবং এভিন লুইসকে নিয়ে দেওয়া বিবৃতিটি তুলে ধরছেন। এভিন লুইস যে কোনও মতেই আনফিট নয়, এদিনের ক্যাচকে সামনে এনে সেই যুক্তির প্রতিবাদ করা হচ্ছে। ২০২২ আইপিএল-এর ৬৬তম ম্যাচের শেষ ওভারের পঞ্চম বলে রিঙ্কু সিং এক্সট্রা কভারের উপর থেকে বল হিট করতে চেয়েছিলেন। কিন্তু তিনি বলটি ব্যাটে বলে করতে পারেননি। ফলে ক্যাচ উঠে যায়।

পয়েন্টের দিকে ছুটে এসে একহাতে ক্যাচ ধরে ফেলেন এভিন লুইস। দ্রুত বলের দিকে দৌড়ে উল্টো হাত দিয়ে তিনি যে ভাবে ক্যাচ ধরলেন তাতে যে তিনি আনফিট নন সেটাই প্রমাণ করে।

(Source: hindustantimes.com)