সন্ত্রাসে আর্থিক মদত! দোষী সাব্যস্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক

সন্ত্রাসে আর্থিক মদত! দোষী সাব্যস্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক

নয়া দিল্লি: সন্ত্রাসী কর্মকাণ্ডে তথা কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক (Yasin Malik) দোষী (Convicts) সাব্যস্ত হন। বৃহস্পতিবার দিল্লির বিশেষ এনআইএ আদালত (NIA Court) তাঁকে দোষী সাব্যস্ত করে। জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত (Terror funding) দেওয়ার অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত।

‘আন লফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট’ বা ইউএপিএর আওতায় ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ ছিল। এদিন তাঁকে দোষী সাব্যস্ত করল দিল্লির এনআইএ আদালত। জানা গিয়েছে ইয়াসিন মালিক নিজেই জঙ্গিদের আর্থিক সাহায্যের কথা স্বীকার করেছেন। আর সেই বক্তব্যের ভিত্তিতেই ইয়াসিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাঁর শাস্তি এখনও জানায়নি আদালত।

কাশ্মীর উপত্যকায় ২০১৭ সালে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে প্রত্যক্ষ মদত দিয়েছিলেন মালিক। এর আগের শুনানির দিনই মালিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এই মামলায় তিনি আর লড়াই করবেন না। মালিকের বিরুদ্ধে জঙ্গিপনা, জঙ্গিপনার জন্য অর্থ সংগ্রহ, জঙ্গি ষড়যন্ত্র, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হওয়া, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলছিল।

এর আগে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মহম্মদ ইয়াসিন মালিককে মঙ্গলবার দিল্লির একটি আদালত ইউএপিএ ধারায় ২০১৭ সালে সন্ত্রাসের ঘটনায় দোষী সাব্যস্ত করল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কোনও আইনজীবী ছিল না মালিকের। এমনকী নিজের বিরুদ্ধে অভিযোগের প্রতিদ্বন্দ্বিতাও করেননি মালিক। সেবার মালিকের বিরুদ্ধে ইউএপিএ আইনের ধারা ১৬, ১৭, ১৮ এবং ২০-তে মামলায় দায়ের হয়েছিল। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি এবং ১২৪ এ ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং দেশদ্রোহিতার মামলা রুজু হয়।

(Source: abplive.com)