বাংলাদেশঃ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ৯

বাংলাদেশঃ বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ৯

সান নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় ‘এফবি ভাই ভাই’ নামে মাছ ধরার ট্রলারে জলদস্যু হামলায় ৯ জেলে আহত হয়েছেন। এ সময় সাগরে ঝাঁপ দেওয়া আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ হামলা ঘটনা ঘটে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন ।

নিখোঁজ জেলেরা হলেন- আব্দুল হাই (৪০), কাইউম (৩৫), আব্দুল আলীম (২৮), ইয়াছিন জোমাদ্দার (৩৫), মো. শফিক (৩৫), ফরিদ উদ্দিন (২৮), খাইরুল ইসলাম (৩০), মো. কালাম (৫৫)। এক জনের নাম জানা যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মালিক সমিতির ২টি ট্রলার নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে কাজ করছে।

তিনি জানান, শুক্রবার বরগুনা সদর এলাকার মনির হোসেনের মালিকানাধীন ‘এফবি ভাই ভাই’ ট্রলারে ১৮ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা হন। ট্রলারটি গভীর সাগরে পৌঁছালে একটি বড় ট্রলার নিয়ে ভাই ভাই ট্রলারের পেছন থেকে হামলা করে জলদস্যুরা।

এদিকে দস্যুরা গুলি চালালে প্রাণ বাঁচাতে ৯ জেলে সাগরে ঝাঁপ দেন। হামলার পর জলদস্যুরা ট্রলারে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের জাল দঁড়ি, জ্বালানি তেল ও রসদ নিয়ে চলে যায়।

পরে সাগরের অন্য জেলেরা আহত ৯ জেলেকে উদ্ধার করে তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে যান।

(Feed Source: sunnews24x7.com)