পার্ক স্ট্রিট থেকে ৫০ লক্ষ নগদ উদ্ধার করল কলকাতা পুলিশ

পার্ক স্ট্রিট থেকে ৫০ লক্ষ নগদ উদ্ধার করল কলকাতা পুলিশ

কলকাতা শহরে ফের উদ্ধার হল বিপুল নগদ। সোমবার বিকেলে পার্ক স্ট্রিটে একটি অফিসে তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ নগদ উদ্ধার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। বেআইনিভাবে নগদ রাখার অভিযোগে আটক করা হয়েছে এক অবাঙালি ব্যক্তিকে।

অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ উদ্ধারের পর থেকে কলকাতা শহরে টাকা উদ্ধারের ধুম পড়েছে। কখনো আয়কর বিভাগ তো কখনও ইডি, আবার কখনও কলকাতা পুলিশ ধরছে বিপুল পরিমাণ নগদ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ পার্ক স্ট্রিটে রাজেশ কাসেরা নামে এক ব্যক্তির গাড়িতে তল্লাশি চালান লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। গাড়ি থেকে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকা। বিপুল নগদ পরিবহণের কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই প্রৌঢ়। নগদের উৎসও জানাতে পারেননি তিনি। এর পর তাঁকে আটক করেন তদন্তকারীরা। ওই টাকা কোথা থেকে এসেছে আর কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।

চলতি মাসেই বালিগঞ্জে গজরাজ গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থায় হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। ইডির দাবি একটি সম্পত্তি লেনদেনর টাকা মজুত রাখা হয়েছিল ব্যবসায়ীর দফতরে। সেই লেনদেনের সঙ্গে যুক্ত কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার ঘনিষ্ঠ ব্যবসায়ী মনজিৎ সিং। সেই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক।

এর পর গড়িয়াহাট এলাকায় একটি গাড়ি থেকে ১ কোটি নগদ উদ্ধার করেছিল পুলিশ। এবার ৫০ লক্ষ টাকা উদ্ধার হল পার্ক স্ট্রিট থেকে।

(Feed Source: hindustantimes.com)