‘কোনও প্রতিশোধের রাজনীতি নেই’, ছত্তিশগড়ে ইডি তল্লাশি নিয়ে নির্মলার পাল্টা জবাব

‘কোনও প্রতিশোধের রাজনীতি নেই’, ছত্তিশগড়ে ইডি তল্লাশি নিয়ে নির্মলার পাল্টা জবাব

সোমবার সকাল হতেই ছত্তিশগড়ের একাধিক এলাকায় ইডি তল্লাশি হতে থাকে। সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিত্বের বাড়িতে এদিন তল্লাশি অভিযান চলে। এদিন, সকালেই এই ঘটনা নিয়ে ভূপেশ বাঘেল অভিযোগের তোপ দাগেন বিজেপির দিকে। কংগ্রেসের অভিযোগ ছিল, ‘বিজেপি হতাশ’ আর তার জেরেই এমন এজেন্সি দিয়ে তল্লাশি চলানো হচ্ছে।

ছত্তিশগড়ে কয়লা দুর্নীতিতে আর্থিক তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অফিসারদের তল্লাশি ঘিরে এদিন মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, এই তল্লাশি অভিযানের নেপথ্যে কোনও রকমেরই প্রতিশোধমূলক পদক্ষেপ নেই। জয়পুরে, মিডিয়ার সামনে মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন তিনি। পাল্টা কংগ্রেসকে তোপ দেগে নির্মলা সীতারামন বলেন, কংগ্রেস কোনওমতেই দেশের উন্নতির দিকে তাকিয়ে নেই কংগ্রেস, তারা শুধু নিজের পারিবারিক রাজনীতির দিকেই তারা তাকিয়ে। নির্মলা সীতারমন বলেন, ‘তদন্তকারী সংস্থাগুলি কিছু সময়ের জন্য তাঁদের বড় হোমওয়ার্ক করে কোনও বড় অভিযানের আগে, শুধুমাত্র যখন তাঁদের হাতে প্রয়োজনীয় প্রাথমিক উপাদান থাকে, তখনই অভিযান করা হয়।’ নির্মলা সীতারামন বলেন,’ যদি বিশেষ করে এটি আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাজ হয় তাহলে.. বেশ কয়েকটি প্রশ্নপত্র পাঠানোর পরে, তার সম্পূর্ণ, আংশিক বা কোনও উত্তর না পাওয়া গেলে , তবেই তাঁরা তল্লাশি করেন, এটা রাতারাতি হয়ে যায় না।’ কংগ্রেসের দিকে তোপ দেগে নির্মলা বলেন,’ এটি অদ্ভূত ব্যাপার একটি দলের প্রাক্তন প্রেসিডেন্টরা রয়েছেন দুর্নীতির অভিযোগে, তাঁরা কোর্টের দ্বারা জামিনে রয়েছেন টাকা তছরুপের দায়ে… তাঁরা প্রতিশোধের রাজনীতির কথা বলেন।’ নির্মলা বলেন, প্রতিটি এজেন্সিই পোক্ত প্রমাণ নিয়ে পেশ হচ্ছে। নির্মলা বলেন,’প্রতিশোধের রাজনীতি নিয়ে কংগ্রেসের অভিযোগ তোলার আগে তারা দেশের জনতাকে ও নিজেদের প্লেনারি সেশনকে জানাক যে কেন তাদের প্রধানরা জামিনে রয়েছেন।’

নির্মলা তোপের সুরে বলেন,’কংগ্রেসের উচিত নয় দুর্নীতি নিয়ে কথা বলা।’ এর আগে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এভিযোগ করেন, ‘কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র সাফল্য ও আদানির সত্যিটা বেরিয়ে আসাতেই বিজেপি হতাশ হয়ে পড়েছে।’ তিনি অভিযোগ তোলেন, তার জেরেই এই ইডি তল্লাশি। কংগ্রেসের জয়রাম রমেশ অভিযোগ করেন যে, ‘থার্ড রেট রাজনীতি’ করছে বিজেপি।

(Feed Source: hindustantimes.com)