Bhiwani Killings: হরিয়ানায় মুসলিম যুবক খুন, FIR রাজস্থান পুলিশের বিরুদ্ধে

Bhiwani Killings: হরিয়ানায় মুসলিম যুবক খুন, FIR রাজস্থান পুলিশের বিরুদ্ধে

হরিয়ানার ভিওয়ানি জেলায়  দুজন মুসলিম যুবককে খুনের ঘটনায় হরিয়ানা পুলিশ মঙ্গলবার ৩০-৪০জন রাজস্থানের পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল।  হরিয়ানার নুহ জেলায় এই এফআইআর করা হয়েছে। সেই এফআইআরে উল্লেখ করা হয়েছে পুলিশের পোশাক পরে অন্তত ৩০-৪০ জন অভিযোগকারী দুলারির বাড়িতে ঢুকে পড়ে। এরপর বাড়ির মহিলাদের উপর চড়াও হয়।

এরপর মহিলার অভিযোগ,পুলিশ তার দুই ছেলেকে তুলে নিয়ে চলে যায়। রাজস্থান পুলিশ যেভাবে অত্য়াচার চালিয়েছে তাতে তার বৌমার বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পিটিআই হরিয়ানার নুহ জেলার পুলিশ সুপার বরুন সিংলাকে উদ্ধৃত করে জানিয়েছেন, একটি মৃত সন্তানের দেহ পাওয়া গিয়েছিল। সেই মৃত সন্তানই প্রসব করা হয়েছিল। সেটির ময়না তদন্ত করা হয়েছে। তবে এই ময়না তদন্তের রিপোর্ট আসার পর গোটা বিষয়টি পরিষ্কার হবে। রাজস্থান পুলিশের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। তবে সেই পুলিশ কর্মীদের নাম জানা যায়নি।

দুলারি দেবী আবার অভিযুক্ত শ্রীকান্ত পণ্ডিতের মা। আর যে মহিলার বাচ্চা নষ্ট হয়েছে তিনি হলেন শ্রীকান্তর স্ত্রী। শ্রীকান্ত আবার বজরং দলের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ভরতপুরে দুজনকে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পরে তাদের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছিল।

অভিযোগ রাজস্থানের ভরতপুর জেলায় নাসির ও জুনায়েদ নামে দুই ব্যক্তির উপর চড়াও হয়েছিল গোরক্ষাকারীরা। গত ১৫ ফেব্রুয়ারির ঘটনা।  পরের দিন হরিয়ানার ভাওয়ানি জেলায় একটি গাড়ি থেকে তাদের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় মৃতদের পরিবার পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। ওই পাঁচজনই বজরং দলের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়।

তবে এবার দুজন মুসলিম যুবককে খুন করার ঘটনায় নাম জড়িয়েছে রাজস্থান পুলিশের।কিন্তু তারা রাজস্থান পুলিশের নাকি রাজস্থান পুলিশের পোশাক পরে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কি না সেই প্রশ্নও উঠছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের ভরতপুর থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। মৃতদের পরিবারের অভিযোগ, বজরং দলের সদস্য তথা গো-রক্ষকরা তাঁদের অপরহণ করেছিল। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে গো-রক্ষক বাহিনীর কোনও যোগ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, পুলিশ জানিয়েছে যে বুধবার ভরতপুরের পাহাড়ি তেহসিলের ঘাটমিকা গ্রামের বাসিমন্দা নাসির (২৫) এবং জুনেদ ওরফে জুনাকে (৩৫) অপরহণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে হরিয়ানার ভিওয়ানির লোহারুতে একটি গাড়িতে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার করা হয়।

এদিকে বাংলায় বিগতদিনে নন্দীগ্রাম কাণ্ডের সময় হাওয়াই চটি পরা পুলিশের কথা সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল পুলিশের পোশাক পরে সেদিন হামলায় নেমেছিল রাজনৈতিক কর্মীরা। এবার রাজস্থানে পুলিশকে ঘিরে তেমনি প্রশ্ন উঠেছে। তবে তদন্তে এবার কী উঠে আসে সেটাই দেখার।

(Feed Source: hindustantimes.com)