বরের সঙ্গে বয়সের ফারাক ২৫ বছর, ‘ম্যারেজ অ্যানিভার্সারি’-তে দেবলীনা দত্ত

বরের সঙ্গে বয়সের ফারাক ২৫ বছর, ‘ম্যারেজ অ্যানিভার্সারি’-তে দেবলীনা দত্ত

কলকাতা: শ্যুটিং শুরু হল ‘শিবানী মুন্সী প্রোডাকশন্স’ নিবেদিত পারমিতা মুন্সীর ছবি ‘ ম্যারেজ অ্যানিভার্সারী ‘-র। ছবির মুখ্য চরিত্রে দেবলীনা দত্ত, সুজন নীল মুখোপাধ্যায় এবং রতন ঝাওয়ার। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইন্দ্রানী ঘোষ এবং সুজয় বিশ্বাসকে। ছবির লেখক ও পরিচালক পারমিতা মুন্সী।ক্যামেরায় জয়দীপ বসু, মুখ্য সহকারী পরিচালক ধ্রুব জ্যোতি রক্ষিত। ছবির শিল্প নির্দেশক সুদীপ ভট্টাচার্য,  সম্পাদনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ বসু।

পারমিতা মুন্সী জানালেন, “এক অসমবয়স্ক দম্পতির গল্প। গল্পের কেন্দ্রে দুই চরিত্র… অরুণাভ এবং বিপাশা। তাদের মধ্যে বয়সের ফারাক  চোখে পড়ার মতো। অনাথ বিপাশাকে বিয়ে করেন প্রায় পঁচিশ বছরের বড় অরুণাভ। তাদের সম্পর্ক বাইরে থেকে দেখলে আর পাঁচটা দম্পতির সম্পর্কের থেকে আলাদা কিছু মনে না হলেও, ভিতরে লুকিয়ে আছে  অন্যরকম একটা গল্প। ২৫ তম বিবাহবার্ষিকী উদযাপন করছেন তারা, এরমধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যা বদলে দিতে পারে সমস্ত সমীকরণ। কী সেই রহস্য? “

পারমিতা আরও জানান, ” ম্যারেজ অ্যানিভার্সারি’ এক নারীর গার্হস্থ অশান্তি সহ্য করতে করতে এক চরম সীমায় পৌঁছে যাওয়ার গল্প। আমরা এমন অনেক দম্পতিকে দেখি, যাঁদের বাইরে থেকে দেখে মনে হয়, তাঁরা খুবই সুখি। কিন্তু সম্পর্কের অভ্যন্তরে হয়তো এক অন্য গল্প অপেক্ষা করে থাকে। বিপাশা আর অরুণাভর গল্পটা এরকমই। তবে তার পরিণতি ঠিক কী হতে পারে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। এক নতুন ওটিটি প্ল্যাটফর্মে খুব শিগগির দেখা যেতে চলেছে এই ছবি। তবে তার আগে আন্তর্জাতিক স্তরে চলচ্চিত্র অভিযানের জন্য তৈরি হচ্ছে আমরা।”

(Feed Source: news18.com)