ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন? নিজের গ্যারাজ থেকেই হোক নতুন সূচনা!

ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন? নিজের গ্যারাজ থেকেই হোক নতুন সূচনা!

কলকাতা: ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য বিলাসবহুল কোনও অফিস প্রয়োজন, এমনটা মনে করার কিন্তু কোনও কারণ নেই। প্রথমে ছোটখাটো জায়গা থেকেই শুরু করা যেতে পারে। এমনকী নিজের গ্যারাজ থেকেও ব্যবসা শুরু করা যেতে পারে। নিজের গ্যারাজ থেকেও ব্যবসা শুরু করে সেই ব্যবসায় দুর্দান্ত সাফল্য এসেছে, এমন নজিরও রয়েছে ভূরি ভূরি।

তাই নিজের যদি একটা গ্যারাজ থাকে, তা-হলে সেখান থেকেই নানা ধরনের ব্যবসা শুরু করা যেতে পারে। যা অন্ত্রেপ্রেনরদের জন্য খুবই ভাল সুযোগ। তাই দেখে নেওয়া যাক, নিজের গ্যারাজেই কোন কোন ব্যবসা শুরু করা যেতে পারে।

কার ডিটেলিং:

গ্যারাজ থাকলে অনায়াসেই এই ব্যবসা শুরু করা যাবে। কেউ যদি প্রশিক্ষিত মেকানিক না-ও হন, তা-হলেও সমস্যা নেই। তিনিও এই ব্যবসা শুরু করতে পারেন। আসলে এভাবে গ্রাহকদের গাড়ির নানা কিছু পরিষ্কার করার ব্যবসা করা যায়।

অটো মেকানিক:

প্রশিক্ষিত মেকানিক হলে তো অসুবিধাই নেই। তা-হলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করাই যায়। ফলে গ্যারাজ খুলে গাড়ি সারাইয়ের ব্যবসাও করা যেতে পারে।

বাইসাইকেল মেরামতি:

ছোটখাটো কিছু ব্যবসা করতে চাইলে বাইসাইকেল মেরামতির দোকানও খোলা যেতে পারে। কিংবা নিজের গ্যারাজে অন্যান্য যানবাহনের পাশাপাশি বাইসাইকেল মেরামতির কাজও করা যাবে।

কম্পিউটার মেরামতি:

একটি কম্পিউটার ওয়ার্কশপ শুরু করা যেতে পারে। গ্রাহকদের কম্পিউটার মেরামতির পরিষেবা প্রদানের জন্য কিছু প্রযুক্তিগত কাজ শিখতে হবে।

স্মার্টফোন মেরামতি:

স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের ব্যবহার ও চাহিদা উভয়ই বাড়ছে। ফলে এর মেরামতির ব্যবসাও ফুলেফেঁপে উঠতে পারে। ফলে এই ধরনের মেরামতির পরিষেবাও শুরু করা যেতেই পারে।

ই-কমার্স রিসেলার:

অনলাইন ব্যবসা শুরু করতে চাইলে নিজের গ্যারাজকেই অফিস হিসেবে ব্যবহার করা যেতে পারে। বড় গ্যারাজ থাকলে তো কথাই নেই। তার মধ্যেই একটা অফিস বানিয়ে নেওয়া যেতে পারে। এমনকী অনলাইন সাইটে যে সব জিনিস বিক্রি হবে, সেই সবও ওই গ্যারাজেই স্টোর করে রাখা যাবে।

ই-কমার্স ফুলফিলমেন্ট সার্ভিস:

আবার এই ব্যবসার ক্ষেত্রেও গ্যারাজ ব্যবহার করা যায়। ই-কমার্স ব্যবসার ফুলফিলমেন্ট এবং শিপিং পরিষেবা প্রদানের উপর জোর দেওয়া যেতে পারে। সে-ক্ষেত্রে নিজের গ্যারাজটাকে ওয়্যারহাউজ হিসেবে ব্যবহার করা যাবে।

অ্যান্টিক ব্যবসায়ী:

অ্যান্টিক সরঞ্জামের ব্যবসা করা যেতে পারে। অ্যান্টিক জিনিসপত্র কিনে তা গ্যারাজের মধ্যেই স্টোর করে রাখা যেতে পারে। আর সেখান থেকেই অ্যান্টিক জিনিসপত্রের বিক্রয়ের ব্যবসা শুরু করতে পারেন।

(Feed Source: news18.com)