রাজনাথ সিং আসতে পারেন বিশ্বভারতীতে,পড়ুয়ারা দেখাবেন বিবিসির ‘Modi’ তথ্যচিত্র

রাজনাথ সিং আসতে পারেন বিশ্বভারতীতে,পড়ুয়ারা দেখাবেন বিবিসির ‘Modi’ তথ্যচিত্র

তন্ময় চট্টোপাধ্য়ায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র দেখানো হবে বিশ্বভারতী সংলগ্ন খোলা মাঠে। আর সেটা হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন চলতি সপ্তাহে সমাবর্তনে উপস্থিত থাকবেন বিশ্বভারতীতে, তখন বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ ওই বিতর্কিত তথ্যচিত্র দেখাবেন।

এদিকে ওই তথ্যচিত্রকে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই তথ্যচিত্রই দেখাবেন পড়ুয়াদের একাংশ।  এদিকে সূত্রের খবর, রাজনাথ সিং ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার আগামী বৃহস্পতিবার বিশ্বভারতী ক্যাম্পাসে আসতে পারেন। এরপর শুক্রবারই  তাঁরা ফিরে যাবেন। সমাবর্তনের পরেই তাঁরা ফিরে যাবেন। বিশ্বভারতীর শিক্ষক ও বিজেপি নেতৃত্বের একাংশ এই কর্মসূচির কথা জানিয়েছেন। তবে এনিয়ে বিশ্বভারতীর তরফে কিছু জানানো হয়নি।

তবে বিশ্বভারতীর তরফে শুধু বলা হয়েছে ২০২১ সালে যারা পাশ করেছে তাদের জন্য় সমাবর্তন আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় হবে।

এদিকে সূত্রের খবর রাজনাথ সিং মোদীর প্রতিনিধি হিসাবে থাকবেন। প্রধানমন্ত্রী হলেন এখানকার আচার্য। কারণ এটা হল রাজ্য়ের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।

এদিকে বাম প্রভাবিত ছাত্র সংগঠন ডেমোক্র্য়াটিক স্টুডেন্টস অ্য়াসোসিয়েশন জানিয়েছে, তারা India: The Modi Question এই তথ্যচিত্রটি দেখাবে। ক্য়াম্পাসের কাছেই খোলা মাঠে এই তথ্যচিত্র দেখানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা এটা দেখাবে। রাজনাথ সিং যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তখন এই তথ্য চিত্র দেখাবেন ছাত্ররা। সেটা অবশ্য় অন্য় মাঠে।

ডিএসএ সদস্য শুভ সাহা বলেন, এটা আগে থেকেই ঠিক করা ছিল। এর সঙ্গে রাজনাথ সিংয়ের অনুষ্ঠানের কোনও যোগ নেই।

বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, একটি অতি বিপ্লবী সংগঠন কেন্দ্রীয় মন্ত্রীর সফরের সময় ওই তথ্যচিত্র দেখাতে চাইছে। তবে এসব স্টান্টবাজিতে আর মানুষ বিশ্বাস করে না।

এদিকে হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে বিশ্বভারতীয় মুখপাত্র মহুয়া বন্দ্যোপাধ্যায়ের কাছে এনিয়ে প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের তথ্যচিত্র সেই সময় দেখানো হলে কি কর্তৃপক্ষ কোনও  ব্যবস্থা নেবে? এনিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এদিকে বার বারই খবরের শিরোনামে উঠে আসে বিশ্বভারতী। ২০১৮ সালে এখানে বিদ্যুৎ চক্রবর্তী ভাইস চ্য়ান্সেলারের দায়িত্বে আসার পরেই ক্যাম্পাসে বার বার নানা ইস্যুতে বিক্ষোভ দানা বাঁধে। এদিকে বার বার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই বিক্ষোভের একের পর এক ঘটনা। এর মধ্যে এবার এই তথ্যচিত্র দেখানোর উদ্যোগকে কেন্দ্র করে নয়া বিতর্ক।

(Feed Source: hindustantimes.com)