World Bank: বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে এবার এই ভারতীয় বংশোদ্ভূত!

World Bank: বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে এবার এই ভারতীয় বংশোদ্ভূত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব ব্যাঙ্কের প্রেডিডেন্ট পদে এবার এক ভারতীয় বংশোদ্ভূতকে মনোনয়ন দিল জো বাইডেন প্রশাসন। মাস্টার কার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকেই পরবর্তী বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট পদে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই সংকটের সময়ে বাঙ্গাই বিশ্ব ব্যাঙ্ককে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি। প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি বিশ্বের একাধিক আন্তর্জাতিক কোম্পানিকে সামলেছেন। বহু কর্মসংস্থানের সৃষ্টি করেছেন।’

য়াকিবহাল মহলের ধারনা, সবকিছু ঠিকঠাক থাকলে অজয় বাঙ্গাই হতে চলেছেন পরবর্তী বিশ্ব ব্যাঙ্ক প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বব্যাঙ্ক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস আচমাকাই ওই পদ থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। পাঁচ বছরের কার্যকালের মধ্য়ে এখনও প্রায় এক বছর বাকী রয়েছে ম্যালপাসের।

জেনারেল আটলান্টিস নামে এক ইক্যুইটি ফার্মে বর্তমানে ভাইস চেয়ারম্যানের পদে রয়েছে অজয় বাঙ্গা। মাস্টারকার্ড, আমেরিকান রেডক্রস, রাফট ফুডস, ডাও ইনকর্পোরেটেড কাজ করেছেন বাঙ্গা।

পুনের জন্ম হলেও দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হন বাঙ্গা। আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করার পর তিনি যোগ দেন নেসলে ইন্ডিয়া-তে। এরপর সিটি ব্যাঙ্কে। ১৯৯৬ সালে বাঙ্গা চলে যান মার্কিন যুক্তরাষ্ট্র। পেপসিকোতে ছিলেন প্রায় ১৩ বছর। এরপর মাস্চার কার্ডের বিশাল ব্যাপ্তি তাঁর হাত ধরেই।

(Feed Source: zeenews.com)