পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! চাঞ্চল্যকর তথ্য আনল ED

পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তির বাজার মূল্য ১১১ কোটি ! চাঞ্চল্যকর তথ্য আনল ED

আবির দত্ত, শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। যুব তৃণমূল রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। 
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসকদলের বিভিন্ন স্তরের নেতাকে গ্রেফতার করেছে ইডি। মিলেছে অগাধ সম্পত্তির হদিশ।

স্কুলে নিয়োগের দুর্নীতির অঙ্ক ছাড়িয়ে যেতে পারে ১৫০ কোটির ঘর! গত সেপ্টেম্বরেই আদালতে এই আশঙ্কা প্রকাশ করেছিল ED। কিন্তু, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরে, আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রিমান্ড লেটারে তাদের দাবি,  পার্থ চট্টোপাধ্যায় থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়  এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া ৫ জনের কাছ থেকে টাকা ও অলঙ্কার বাবদ বাজেয়াপ্ত সম্পদ এবং যে সম্পত্তির হদিশ মিলেছে, তার মূল্য ১১১ কোটি টাকা !

গত বছর জুলাই মাসে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যকের ধনের হদিশ মিলেছিল। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৪৯ কোটি ৮০ লক্ষ নগদ এবং ৫ কোটি ৮ লক্ষ টাকারও বেশি মূল্যের গয়না উদ্ধার হয়েছিল।

এছাড়াও নিয়োগ দুর্নীতিতে এখন পর্যন্ত ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তির পরিমাণ ৫৬ কোটি ১৫ লক্ষ টাকা। সব মিলিয়ে টাকা ও সম্পদের মোট মূল্য ১১১ কোটি টাকা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে এক যোগে তদন্ত করছে ED ও CBI. তার মধ্যে শুধুমাত্র ইডির তদন্তেই ধৃতদের কাছ থেকে ১০০ কোটির বেশি সম্পদ বাজেয়াপ্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এর শেষ কোথায়? স্কুলে নিয়োগ দুর্নীতির মাধ্যমে আরও কে কত সম্পত্তি বাড়িয়েছে? কারা ফুলে-ফেঁপে উঠেছে ঘুষের টাকায়? সেই সবের হদিশ মিলবে কবে? রাজনৈতিকমহলে এটাই এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ED-র দাবি, ইতিমধ্যেই ১১১ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে তারা। এবার তাদের নজর ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির দিকে । ইতিমধ্যেই শান্তনুর বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে। হুগলির বলাগড় ও চন্দননগরের পর সম্পত্তির তালিকায় যুক্ত হয়েছে চুঁচুড়াও। খোঁজ মিলল একটি বাংলো ও একটি ফ্ল্য়াটের। ৭০ লাখের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের প্রোমোটিং-এর পরিকল্পনার তথ্য সামনে এসেছে।

(Feed Source: abplive.com)