কোর্ট চত্বরে হোলির অনুষ্ঠানে ‘আপত্তিকর’ নাচ! নিন্দায় দিল্লি হাইকোর্ট কী জানাল?

কোর্ট চত্বরে হোলির অনুষ্ঠানে ‘আপত্তিকর’ নাচ! নিন্দায় দিল্লি হাইকোর্ট কী জানাল?

দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট চত্বরে আয়োজিত ‘হোলি মিলন’ উৎসবে আপত্তিকর নাচের অনুষ্ঠান নিয়ে কড়া ভাষায় নিন্দা করল দিল্লি হাইকোর্ট। উল্লেখ্য, নিউ দিল্লি বার অ্যাসোসিয়েশনের তরফে ৬ মার্চ আয়োজিত ওই অনুষ্ঠান ঘিরে এযাবৎকালে বিস্তর চর্চা হয়েছে। তারপরই কড়া বার্তা আসে দিল্লি হাইকোর্টের তরফে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে নাচের দুটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে থাকে। যে আয়োজন ৬ মার্চ নয়া দিল্লি বার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত হয়েছিল গত ৬ মার্চ। ‘হোলি মিলন’ উৎসবের সেই নাচের ভিডিয়ো সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে বড়সড় তোপ দাগা হয়। ওই ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বলিউডের জনপ্রিয় গানে কয়েকজন পেশাগত নৃত্যশিল্পী নাচছেন। এই নাচ নিয়ে আপত্তি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্ট এই নাচের নিন্দাও করেছেন। ১০ মার্চ ২০২৩ সালের নির্দেশিকায় আদালত বলেছে, ‘উচ্চ আদর্শবোধ ও আইনের পেশার নির্দিষ্ট মূল্যবোধের সঙ্গে এটি যায়না। এটির একটি প্রভাব রয়েছে বিচারব্যবস্থাকে ক্ষুণ্ণ করার।’

পাটিয়ালা হাউসকোর্টের তরফে প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট ও সেসন জাজ নয়া দিল্লি বার অ্যাসোসিয়েশনকে একটি শো কজ নোটিস পাঠাচ্ছে। এই নোটিস তি দিনের মধ্যে যাবে বলে খবর। তার প্রেক্ষিতে বার অ্যাসোসিয়েশনের কী বার্তা আসে, সেটার নিরিখে কোর্ট নিজের শুনানি চালাবে। এছাড়াও দিল্লি হাইকোর্টে একটি রিপোর্ট এই নিরিখে যাবে। এদিকে পাটিয়ালা হাউস কোর্টের কাছে পাঠানো নির্দেশে, কোর্ট চত্বরে নয়া দিল্লি বার অ্যাসোসিয়েশনের বর্তমান এক্সিকিউটিভকে কোনও রকমের অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত রাখা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন যখন কোনও অনুষ্ঠানের জন্য অনুমতি চাইবে তখন সংশ্লিষ্ট প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট ও সেসন জাজ এই বিষয়ে পদক্ষেপ করবেন যাতে তা উচ্চ আদর্শ ও আইনপেশার সঙ্গে জড়িত মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।

(Feed Source: hindustantimes.com)