১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ নাতিপুতি সেই বৃদ্ধার

১৫ বছর বয়সে বিয়ে ৫০ বছরের ব্যক্তিকে, আজ ৯৮ বছর বয়সে ৬০০ নাতিপুতি সেই বৃদ্ধার

কেন্টাকি : শতবর্ষীয়া হতে বাকি আর ২ বছর৷ তার আগেই নাতি, পুতি, তাদের নাতিপুতি মিলিয়ে ৬০০ জনের ঠাকুমা দিদিমা হয়ে গিয়েছেন আমেরিকার কেন্টাকির এক বৃদ্ধা৷ এখন তিনি ভাইরাল নেটদুনিয়ায়৷ বৃদ্ধার নাম ম্যাডেল টেলর হকিন্স৷ কিছু দিন আগে পর্যন্ত তাঁর নাতিপুতির শাখাপ্রশাখার সংখ্যা ছিল ৫৯৯৷ তার মধ্যে ১০৬ জন নাতিনাতনি, ২২২ জন পুতি বা নাতিনাতনির সন্তান, ২৩৪ জন গ্রেট গ্রেট গ্র্যান্ডচিল্ড্রেন বা পুতিদের সন্তানসন্ততি, ৩৭ জন গ্রেট গ্রেট গ্রেট গ্র্যান্ডচিল্ড্রেন অর্থাৎ পুতিদের নাতিনাতনি৷ কিছু দিন আগে তিনি ৬০০ নম্বর প্রশাখার মুখ দেখলেন৷

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বৃদ্ধার ফোকলা মুখের তৃপ্তি৷ তাঁর বলিরেখা শীর্ণ হাত ধরে আছে ঝাভিয়া হুইটেকারকে৷ ওই সদ্যোজাতই তাঁর ৬০০ তম উত্তরসূরি৷ ম্যাডেল মেয়ের ঘরের এক পুতি গ্রেসি স্নো সেই ছবি সম্প্রতি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে৷ সেখানে একই ফ্রেমে ধরা পড়েছে পরিবারের ৬ প্রজন্ম৷

(Feed Source: news18.com)