
বাড়িতে এমন কিছু পুরনো তালাবন্দি বাক্স বা সিন্দুক থাকে যেগুলির চাবির আর কোনও হদিশ পাওয়া যায় না। কিন্তু অনেক সময়ে দেখা যায় সেই বাক্সগুলিতে এমন কিছু জিনিস আছে, যা হয়তো তৎক্ষণাৎ কোনও জরুরি কাজে লাগবে। কিন্তু বাইরে থেকে পেশাদার কাউকে এনে তালা খোলাতে অনেকটা সময় লেগে যায়। এমন সময়ে বাড়িতে থাকা একটি মাত্র জিনিস দিয়েই সেই তালা খুলে ফেলতে পারবেন। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)
বহু বছর ধরে আটকে থাকা সেই তালা খোলার জন্য় লাগবে শুধু একবাক্স দেশলাই। নেটমাধ্য়মে অসংখ্য় ভিডিওয় দেখানো হয়েছে দেশলাই দিয়ে তালা খোলার ‘ট্রিক’। এটি করার জন্য় খুব সহজ কয়েকটি ধাপ। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)
প্রথমে দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে একটি বারুদ-সহ কাঠি আলাদা করে রেখে দিতে হবে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)
কাঠিগুলি থেকে বারুদ ছাড়িয়ে নেওয়ার পর সবকটি বারুদ একটি কাগজে একসঙ্গে জড়ো করতে হবে। তার পর সেগুলি খুব সাবধানে তালার ফুটোর মধ্য়ে ঢুকিয়ে দিতে হবে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)
তার পর চাবি ঢোকানোর সেই ফুটোর মধ্য়ে আলাদা করে রেখে দেওয়া সেই দেশলাই কাঠিটিকে গুঁজে দিতে হবে। তবে মনে রাখতে হবে, দেশলাই কাঠিটির বারুদের অংশটি যেন থাকে বাইরের দিকে। (ছবি সৌজন্য়ে: পিক্সাবে)



