Maharashtra: ক্ষমতা হারিয়েছিলেন উদ্ধব ঠাকরে, রাজ্যপালের ভূমিকায় সুপ্রিম প্রশ্ন

Maharashtra: ক্ষমতা হারিয়েছিলেন উদ্ধব ঠাকরে, রাজ্যপালের ভূমিকায় সুপ্রিম প্রশ্ন

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা থেকে। এবার সেই ঘটনায় মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগত সিং কোশারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। তিনি সেই সময় ফ্লোর টেস্টের ডাক দিয়েছিলেন। আর সেই পরীক্ষায় পাশ করতে পারেনি তৎকালীন উদ্ধব ঠাকরে সরকার। তারপরই ক্ষমতা হারান উদ্ধব ঠাকরে। এবার সেই ঘটনায় রাজ্যপালের  ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এমআর শাহ, কৃষ্ণ মুরারি, হিমা কোহলি ও পিএস নরসিংহ প্রশ্ন তোলেন রাজ্যপাল কি আস্থা ভোটের কথা জানিয়েছিলেন? কারণ শাসকদলের একাধিক এমএলএ সেই সময় জানিয়েছিলেন তাঁদের নেতা দলের আদর্শ মেনে চলছেন না।

এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য়পালের এমন ব্যাপারে প্রবেশ করা উচিত নয় যেখানে একটি নির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসে। ধরা যাক কোনও দলের এমএলএদের একাংশ মনে করেন যে তাদের নেতা দলের আদর্শ মেনে চলছেন না, তবে দলের অভ্যন্তরেই ভোট হতে পারে। কিন্তু তার ভিত্তিতে কি রাজ্যপাল বিধায়কদের ফ্লোর টেস্টে বসার জন্য় আহ্বান করতে পারেন? প্রশ্ন তুলেছেন খোদ প্রধান বিচারপতি।

দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, সরকার তৈরির পরে রাজ্যপালের ক্ষমতা থাকতেই পারে। কিন্তু কোনও নির্বাচিত সরকারকে ফেলার জন্য সেই রাজ্য়ের রাজ্যপালের ক্ষমতা প্রয়োগ করা উচিত নয়। এর সঙ্গেই দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।

এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, রাজ্যপাল নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেন না। তিনি জানিয়েছেন একটি স্থায়ী সরকার চলছে সেটাই দেখতে চান রাজ্যপাল। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতাকে ফ্লোর টেস্টের মুখোমুখি হতেই হয়।

প্রধান বিচারপতি জানিয়েছেন, তিন বছর ধরে সংখ্য়াগরিষ্ঠ সদস্যরা একসঙ্গে থাকলেন। আপনারা তো একটা সুখী সম্পর্কেই ছিলেন। কিন্তু হলটা কী? তিন বছর একসঙ্গে থাকলেন তারপর কী হল! এবার তো কাউকে উত্তর দিতে হবে।

বিচারপতি কোহলি জানিয়েছেন, সত্যিই তো আচমকা কী হল!

সলিসিটর জেনারেল  জানিয়েছেন, এটা একটা রাজনৈতিক ব্যাপার। এসব নিয়ে আদালতে আলোচনা করা ঠিক নয়।

এরপর সলিসিটর জেনারেল জানিয়েছেন, যদি রাজ্যপাল ফ্লোর টেস্ট না করে ১৫ দিন অপেক্ষা করতেন তবে কি হত!

প্রধান বিচারপতি জানিয়েছেন, বলা হচ্ছে সরকার নাকি দুর্নীতিতে যুক্ত। আর জোট তার বিরুদ্ধে। আদর্শের পক্ষে। কিন্তু রাজ্যপাল কি এটা করতে পারেন?

(Feed Source: hindustantimes.com)