বিধানসভার নিয়মে পরিবর্তন, ১ মাসের বেশি সাসপেন্ড করা যাবে না বিধায়কদের

বিধানসভার নিয়মে পরিবর্তন, ১ মাসের বেশি সাসপেন্ড করা যাবে না বিধায়কদের

বিধানসভায় সাসপেন্ড করার নিয়মে বড় বদল আসছে। এক মাসের বেশি কোনও বিধায়কে আর সাসপেন্ড করে রাখা যাবে না। সম্প্রতি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সপ্তদশ রুলস কমিটি একটি রিপোর্ট জমা দিয়েছে। তাতে বলা হয়েছে এক মাসের বেশি কোনও বিধায়ককে সাসপেন্ড করে রাখা যাবে না। ৩৪৮ (২) ধারায় পরিবর্তন করে এই নিময় বদল।

বিধানসভা সূত্রে খবর গত ৬ মার্চ একটি রিপোর্ট জমা দেয় রুলস কমিটি। সেই রিপোর্টে এই সাসপেনশনের বিষয় ছাড়া আরও বলা হয়েছে মন্ত্রীরা বিধানসভার কোনও কমিটিতে থাকতে পারবেন না। কারণ হিসাবে বলা হয়েছে মন্ত্রীরা তাঁদের দফতরের নানা কাজে ব্যস্ত থাকেন। মাঝে মাঝে তাঁদের জেলা সফরে যেতে হয়। ফেল তাঁরা বিধানসভা কমিটির বৈঠকে নিয়মিত উপস্থিত থাকতে পারেন না। সে কারণে তাঁদের বাদ দিয়ে বিধানসভার কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রী এতদিন গ্রন্থাগার কমিটি, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প কমিটি এবং সংস্কারসাধন ও ক্রিয়াকলাপ সংক্রান্ত কমিটিতে থাকতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী তাঁরা আর কোন কমিটিতেই থাকতে পারবেন না। প্রসঙ্গত, গত বছরই বিধানসভায় সাসপেন্ড হন বিরোধী দলনেতা-সহ বিজেপি পাঁচ বিধায়ক। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। স্পিকারের বিরুদ্ধে অনাস্থাও আনে বিজেপি পরিষদীয় দল। কিছু দিনের মধ্যেই সেই সাসপেনশন প্রত্যাহার হয়। এ বার সাসপেশনের সময়সীমা এক মাসের মধ্যে বেঁধে রাখল রুলস কমিটি।